‘Ee Sala Cup Namde’: খুব তো শুনছেন ‘এ শালা কাপ নামদু’- কোন ভাষার এই স্লোগান, আরসিবি-র এই স্লোগানের মানে কি জানেন

Last Updated:
‘Ee Sala Cup Namde’: সারা দেশের আরবিসি ফ্যানরা নাচছেন আর বলছেন.. এ শালা কাপ নামদু
1/5
‘Ee Sala Cup Namde’: আইপিএলে যে সব দলের স্লোগান সবচেয়ে পপুলার তার মধ্যে কেকেআরের স্লোগান করব, লড়ব, জিতব রে সবচেয়ে নিঃসন্দেহে অন্যতম সবচেয়ে পপুলার৷ কিন্তু আঠারোতম বছরে আইপিএল যখন সাবালক হল তখন যে স্লোগান সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তা হল ‘এ শালা কাপ নামদে৷’ Photo Courtesy- X Account
‘Ee Sala Cup Namde’: আইপিএলে যে সব দলের স্লোগান সবচেয়ে পপুলার তার মধ্যে কেকেআরের স্লোগান করব, লড়ব, জিতব রে সবচেয়ে নিঃসন্দেহে অন্যতম সবচেয়ে পপুলার৷ কিন্তু আঠারোতম বছরে আইপিএল যখন সাবালক হল তখন যে স্লোগান সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তা হল ‘এ শালা কাপ নামদে৷’ Photo Courtesy- X Account
advertisement
2/5
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের মধ্যে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৫ ফাইনালে ৬ রানে জেতেন বিরাট-রজত-ক্রুনালরা৷ আর তাঁদের এই জয়ে  আরসিবি ফ্যানরা  তাদের আইকনিক স্লোগান, "ই সালা কাপ নামদে" নিয়ে ঝাঁপিয়ে পড়ল নেটদুনিয়ায়৷ Photo Courtesy- X Account
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের মধ্যে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৫ ফাইনালে ৬ রানে জেতেন বিরাট-রজত-ক্রুনালরা৷ আর তাঁদের এই জয়ে  আরসিবি ফ্যানরা  তাদের আইকনিক স্লোগান, "ই সালা কাপ নামদে" নিয়ে ঝাঁপিয়ে পড়ল নেটদুনিয়ায়৷ Photo Courtesy- X Account
advertisement
3/5
আরসিবি ফ্যানদের হৃদয় থেকে উঠে আসা এ শালা কাপ নামদে -র ইংরাজি অর্থ “This year, the cup is ours" আর বাংলায় এই শব্দ বন্ধের অর্থ এই বছর কাপ আমাদের... এ শালা কাপ নামদে শব্দবন্ধটি কন্নড় ভাষার শব্দ৷
আরসিবি ফ্যানদের হৃদয় থেকে উঠে আসা এ শালা কাপ নামদে -র ইংরাজি অর্থ “This year, the cup is ours" আর বাংলায় এই শব্দ বন্ধের অর্থ এই বছর কাপ আমাদের...এ শালা কাপ নামদে শব্দবন্ধটি কন্নড় ভাষার শব্দ৷
advertisement
4/5
দিনের শুরুতেই কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন  “ 18 years of grit. Every prayer, every cheer, every heartbreak – it all leads to today. This is more than a match. Our moment. Our Cup. Wishing @RCBTweets the very best – Karnataka is with you" ‘‘যার অর্থ ১৮ বছরের দৃঢ়তা। প্রতিটি প্রার্থনা, প্রতিটি উল্লাস, প্রতিটি হৃদয়বিদারক ঘটনা - সবকিছুই আজকের দিকে পরিচালিত করে। এটি একটি ম্যাচের চেয়েও বেশি কিছু। আমাদের মুহূর্ত। আমাদের কাপ। @RCBTweets-এর জন্য শুভকামনা - কর্ণাটক আপনার সঙ্গে আছে।’’  Photo Courtesy- X Account
দিনের শুরুতেই কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন  “ 18 years of grit. Every prayer, every cheer, every heartbreak – it all leads to today. This is more than a match. Our moment. Our Cup. Wishing @RCBTweets the very best – Karnataka is with you" ‘‘যার অর্থ ১৮ বছরের দৃঢ়তা। প্রতিটি প্রার্থনা, প্রতিটি উল্লাস, প্রতিটি হৃদয়বিদারক ঘটনা - সবকিছুই আজকের দিকে পরিচালিত করে। এটি একটি ম্যাচের চেয়েও বেশি কিছু। আমাদের মুহূর্ত। আমাদের কাপ। @RCBTweets-এর জন্য শুভকামনা - কর্ণাটক আপনার সঙ্গে আছে।’’  Photo Courtesy- X Account
advertisement
5/5
ভাইরাল স্লোগানটি দিয়ে কেবল ভারতীয় ক্রিকেট ভক্তরা আরসিবির জন্য উল্লাস করছেন না, বরং কানাডিয়ান র‍্যাপ তারকা ড্রেক সহ আন্তর্জাতিক সেলিব্রিটিরাও এতে ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে এবারের আইপিএল ফাইনালের গরম বাজারে বেটিং আসরে আরসিবি-র ওপরে লেগেছিল ৬.৪ কোটি টাকার বাজি৷
ভাইরাল স্লোগানটি দিয়ে কেবল ভারতীয় ক্রিকেট ভক্তরা আরসিবির জন্য উল্লাস করছেন না, বরং কানাডিয়ান র‍্যাপ তারকা ড্রেক সহ আন্তর্জাতিক সেলিব্রিটিরাও এতে ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে এবারের আইপিএল ফাইনালের গরম বাজারে বেটিং আসরে আরসিবি-র ওপরে লেগেছিল ৬.৪ কোটি টাকার বাজি৷
advertisement
advertisement
advertisement