East Bengal: সমর্থকদের পুজোর উপহার! ২ দিনের ব্যবধানে দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Last Updated:
East Bengal: দুদিনের ব্যবধানে দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। পুজোর আগে ফ্যানেদের জোড়া ট্রফি উপহার লাল-হলুদ ব্রিগেডের। আরও একবার ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গল।
1/5
দুদিনের ব্যবধানে দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। পুজোর আগে ফ্যানেদের জোড়া ট্রফি উপহার লাল-হলুদ ব্রিগেডের। আরও একবার ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
দুদিনের ব্যবধানে দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। পুজোর আগে ফ্যানেদের জোড়া ট্রফি উপহার লাল-হলুদ ব্রিগেডের। আরও একবার ইতিহাসের পাতায় ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
advertisement
2/5
শনিবার ইস্টবেঙ্গলকে কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল শুক্রবার দুপুরে। ২৪ ঘণ্টার মধ্যে আইএফএ গতবারের সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ঘোষণা করে। (Photo Courtesy- East Bengal X)
শনিবার ইস্টবেঙ্গলকে কলকাতা লিগের গত মরসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আইএফএ। কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল শুক্রবার দুপুরে। ২৪ ঘণ্টার মধ্যে আইএফএ গতবারের সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ঘোষণা করে। (Photo Courtesy- East Bengal X)
advertisement
3/5
সোমবার চলতি মরশুমের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। শেষে ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত হয়ে যেত লাল-হলুদের। (Photo Courtesy- East Bengal X)
সোমবার চলতি মরশুমের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। শেষে ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত হয়ে যেত লাল-হলুদের। (Photo Courtesy- East Bengal X)
advertisement
4/5
সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও ইউনাইটেড এসসি। ভাল ফুটবল খেলে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে পুরো পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও ইউনাইটেড এসসি। ভাল ফুটবল খেলে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে পুরো পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। (Photo Courtesy- East Bengal X)
advertisement
5/5
গতবারের সিএফএল চ্যাম্পিয়ন হওয়ায় ৪১তম কলকাতা লিগ টাইটেল ঘরে তোলে ইস্টবেঙ্গল। আর এবার ৪২ টম টাইটেল এল লাল-হলুদ তাবুতে। খুশির আমেজ লাল-ফ্যানেদের। (Photo Courtesy- East Bengal X)
গতবারের সিএফএল চ্যাম্পিয়ন হওয়ায় ৪১তম কলকাতা লিগ টাইটেল ঘরে তোলে ইস্টবেঙ্গল। আর এবার ৪২ টম টাইটেল এল লাল-হলুদ তাবুতে। খুশির আমেজ লাল-ফ্যানেদের। (Photo Courtesy- East Bengal X)
advertisement
advertisement
advertisement