লোকাল ট্রেনে চেপে অফিস, আমিষ খান না! সৌরভ-কন্যা সানার এত সাধারণ জীবন!

Last Updated:
Sana Ganguly: লন্ডনে এখন যে অ্যাপার্টমেন্টে সানা থাকেন সেখান থেকে তাঁর অফিস যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। সানা লোকাল ট্রেনে চেপেই রোজ অফিস যান। আবার অফিস থেকে বাড়ি ফিরে নিজের রান্না নিজেই করে নেন বন্ধুদের সঙ্গে। জানাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
1/6
বাবা স্বনামধন্য ক্রিকেটার, মা-ও জনপ্রিয় নৃত্যশিল্পী। এমন সেলেব্রিটি যুগলের মেয়ে হয়েও তিনি অতি সাধরণ জীবন যাপন করছেন! তিনি সানা গঙ্গোপাধ্যায়। সৌরভ ও ডোনা গঙ্গােপাধ্যায়ের মেয়ে।
বাবা স্বনামধন্য ক্রিকেটার, মা-ও জনপ্রিয় নৃত্যশিল্পী। এমন সেলেব্রিটি যুগলের মেয়ে হয়েও তিনি অতি সাধরণ জীবন যাপন করছেন! তিনি সানা গঙ্গোপাধ্যায়। সৌরভ ও ডোনা গঙ্গােপাধ্যায়ের মেয়ে।
advertisement
2/6
পড়াশোনা শেষ করে লন্ডনেই চাকরি করছেন সানা। সেখানে একটি আর্টিফিয়াল ইনটেলিজেন্স সংস্থায় চাকরি করেন সানা। বেতন বেশ ভাল। তবু সানার সাধারণ জীবন যাপনই পছন্দ।
পড়াশোনা শেষ করে লন্ডনেই চাকরি করছেন সানা। সেখানে একটি আর্টিফিয়াল ইনটেলিজেন্স সংস্থায় চাকরি করেন সানা। বেতন বেশ ভাল। তবু সানার সাধারণ জীবন যাপনই পছন্দ।
advertisement
3/6
ডোনা বলেছেন, লন্ডনের যে অ্যাপার্টমেন্টে সানা থাকে সেখান থেকে ওর অফিস যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। টিউবে নয়, ও লোকাল ট্রেনেই যাতায়াত করে।
ডোনা বলেছেন, লন্ডনের যে অ্যাপার্টমেন্টে সানা থাকে সেখান থেকে ওর অফিস যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। টিউবে নয়, ও লোকাল ট্রেনেই যাতায়াত করে।
advertisement
4/6
ডোনা আরও বলেন, ওর বাবা চেয়েছিল মেয়ে গাড়িতে যাক। তবে আমি চেয়েছিলাম, ও যেন আর পাঁচজনের মতোই সাধারণ জীবন যাপন করে।
ডোনা আরও বলেন, ওর বাবা চেয়েছিল মেয়ে গাড়িতে যাক। তবে আমি চেয়েছিলাম, ও যেন আর পাঁচজনের মতোই সাধারণ জীবন যাপন করে।
advertisement
5/6
জানা গিয়েছে, এখন নাকি আমিষ খাওয়াও প্রায় ছেড়ে দিয়েছেন সানা। নিজের রান্না নিজেই করে নেন আফিস থেকে ফিরে।
জানা গিয়েছে, এখন নাকি আমিষ খাওয়াও প্রায় ছেড়ে দিয়েছেন সানা। নিজের রান্না নিজেই করে নেন আফিস থেকে ফিরে।
advertisement
6/6
সানা তাঁর বন্ধুদের সঙ্গে রান্না করেন। তবে নববর্ষে সানা বাড়িতে এসেছেন। কিছুদিন থেকে আবার ফিরবেন লন্ডনে।
সানা তাঁর বন্ধুদের সঙ্গে রান্না করেন। তবে নববর্ষে সানা বাড়িতে এসেছেন। কিছুদিন থেকে আবার ফিরবেন লন্ডনে।
advertisement
advertisement
advertisement