Cristiano Ronaldo: বিপাশা বসু-রোনাল্ডোর সেই রঙিন রাত! সবার সামনে ঠোঁটে ঠোঁট! ভেজা চুমু তুলেছিল 'ঝড়'

Last Updated:
বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবীর তালিকা বেশ দীর্ঘ। তবে বিপাশার সঙ্গে কয়েক মিনিটের আলাপের পর রোনাল্ডো যেটা করেছিলেন, তাতে সারা বিশ্ব চমকে যায়।
1/6
করণ সিং গ্রোভারের সঙ্গে এখন তাঁর সুখের দাম্পত্য। ২০১৬ সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার আগে পর্যন্ত বিপাশার প্রেম-জীবন নিয়ে হাজার বিতর্ক। জন আব্রামের সঙ্গে তাঁর প্রেম ছিল বহুচর্চিত বিষয়।
করণ সিং গ্রোভারের সঙ্গে এখন তাঁর সুখের দাম্পত্য। ২০১৬ সালে করণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার আগে পর্যন্ত বিপাশার প্রেম-জীবন নিয়ে হাজার বিতর্ক। জন আব্রামের সঙ্গে তাঁর প্রেম ছিল বহুচর্চিত বিষয়।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়া তখনও এত প্রচলিত প্ল্যাটফর্ম নয়। তবুও বিপাশা বসুর এক কীর্তি ভয়ানক ভাইরাল হয়েছিল সেই আমলেও।  পর্তুগালের লিসবনে ২০০৭ সালে সেই ঘটনা ঘটে। তার পর থেকে বিপাশা বসুর সেই কাণ্ড নিয়ে আজও চর্চা হয়।
সোশ্যাল মিডিয়া তখনও এত প্রচলিত প্ল্যাটফর্ম নয়। তবুও বিপাশা বসুর এক কীর্তি ভয়ানক ভাইরাল হয়েছিল সেই আমলেও। পর্তুগালের লিসবনে ২০০৭ সালে সেই ঘটনা ঘটে। তার পর থেকে বিপাশা বসুর সেই কাণ্ড নিয়ে আজও চর্চা হয়।
advertisement
3/6
রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বিপাশা। ঠিক তখনই তাঁদের আলাপ। সেই ক্ষণিকের আলাপ এমন কাণ্ড ঘটাবে কে জানত! রোনাল্ডো বিপাশার কয়েক মিনিটের কেমিস্ট্রি জন্ম দিয়েছিল এক বিতর্কিত মুহূর্তের। সেই মুহূর্ত আজও নিশ্চয়ই মনে আছে অনেকের!
রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বিপাশা। ঠিক তখনই তাঁদের আলাপ। সেই ক্ষণিকের আলাপ এমন কাণ্ড ঘটাবে কে জানত! রোনাল্ডো বিপাশার কয়েক মিনিটের কেমিস্ট্রি জন্ম দিয়েছিল এক বিতর্কিত মুহূর্তের। সেই মুহূর্ত আজও নিশ্চয়ই মনে আছে অনেকের!
advertisement
4/6
বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবীর তালিকা বেশ দীর্ঘ। তবে বিপাশার সঙ্গে কয়েক মিনিটের আলাপের পর রোনাল্ডো যেটা করেছিলেন, তাতে সারা বিশ্ব চমকে যায়। লিসবনে সেদিন বিপাশাকে ঠোঁট ঠাঁসা চুমু খেয়েছিলেন তিনি। আর সেই ছবি আজও মাঝেমধ্যেই ইন্টারনেটে ভেসে ওঠে।
বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবীর তালিকা বেশ দীর্ঘ। তবে বিপাশার সঙ্গে কয়েক মিনিটের আলাপের পর রোনাল্ডো যেটা করেছিলেন, তাতে সারা বিশ্ব চমকে যায়। লিসবনে সেদিন বিপাশাকে ঠোঁট ঠাঁসা চুমু খেয়েছিলেন তিনি। আর সেই ছবি আজও মাঝেমধ্যেই ইন্টারনেটে ভেসে ওঠে।
advertisement
5/6
কী করে দুজন কয়েক মিনিটের আলাপের পরই পরস্পরকে এভাবে চুম্বন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তবে রোনাল্ডো কোনওদিনই এসব পাত্তা দেওয়ার মানুষ নন, আর বিপাশাও সেই সময় ছিলেন বেপরোয়া।
কী করে দুজন কয়েক মিনিটের আলাপের পরই পরস্পরকে এভাবে চুম্বন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তবে রোনাল্ডো কোনওদিনই এসব পাত্তা দেওয়ার মানুষ নন, আর বিপাশাও সেই সময় ছিলেন বেপরোয়া।
advertisement
6/6
শোনা যায়, রোনাল্ডোকে সেই বেপরোয়া চুমু খাওয়ার পর বিপাশার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়েছিল। সেই সময় জন আব্রামের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। ওই ঘটনার পর জনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে বলে শোনা যায়।
শোনা যায়, রোনাল্ডোকে সেই বেপরোয়া চুমু খাওয়ার পর বিপাশার ব্যক্তিগত জীবনে সমস্যা হয়েছিল। সেই সময় জন আব্রামের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। ওই ঘটনার পর জনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে বলে শোনা যায়।
advertisement
advertisement
advertisement