Bhuban Badyakar at Dadagiri: সৌরভের সামনে ‘দাদাগিরি’ কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের, জনপ্রিয় দেবাংশুকে হারিয়ে চ্যাম্পিয়ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bhuban Badyakar with Sourav Ganguly: ফেব্রুয়ারির ১৯ তারিখ এপিসোডটি দেখানোর কথা। তবে ইতিমধ্যেই সৌরভের সঙ্গে বাদাম বিক্রেতা ভুবনের বেশ কিছু ছবি ভাইরাল।
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেললেন গেম শো। সেই এপিসোডে চ্যাম্পিয়ন হয়েছেন বাদ্যকার। যদিও এই এপিসোডটি এখনও দেখানো হয়নি টেলিভিশনে। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দেখানোর কথা। তবে ইতিমধ্যেই সৌরভের সঙ্গে বাদাম বিক্রেতা ভুবনের বেশ কিছু ছবি ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে সৌরভের হাত থেকে ট্রফি নিচ্ছেন ভুবন বাদ্যকার।
advertisement
advertisement
advertisement
"বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম"। এই গান বেঁধে বীরভূমের দুবরাজপুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাবু। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কয়েকজন। তারপর রাতারাতি ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান জনপ্রিয় হয়ে ওঠে। শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকরও।
advertisement
গান এতটাই জনপ্রিয় হয় যে সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকা রিল তৈরি করতে শুরু করেন। শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় ইনস্টাগ্রাম রিল তারকার এই গান ব্যবহার করেন। ভুবন নিজেও বেশ কয়েকটি গান রেকর্ড করেছেন। তার মিউজিক ভিডিও ইতিমধ্যেই জনপ্রিয়। এবার সেই জনপ্রিয় মানুষটিকে দেখা যাবে বাংলার আইকন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে।