BCCI Central Contarct: এর আগে যা কখনও হয়নি, সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
BCCI Central Contarct: প্রথা ভাঙলো বিসিসিআই। বিসিসিআই এরকম করার পেছনে কোন রকম যুক্তি না দিলেও, বিশেষজ্ঞদের ধারণা সিনিয়র ক্রিকেটারদের সম্মান জানিয়ে এই চুক্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে গত বছরের থেকে চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট ৩৪ জন ক্রিকেটার রয়েছেন। সর্বোচ্চ গ্রেড এ ওয়ান ক্যাটাগরি ক্রিকেটাররা সাত কোটি টাকা পাবেন। তারপরে এ ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা পাবেন পাঁচ কোটি। বি-তে থাকা ক্রিকেটার বছরে তিন কোটি এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা পাবেন।
advertisement