T20 World Cup 2026: ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে বোর্ড প্রেসিডেন্ট মিঠুন ম্যানহাস! ভাইরাল তাঁর প্রতিক্রিয়া
- Published by:Ratnadeep Ray
Last Updated:
T20 World Cup 2026: Board of Control for Cricket in India (BCCI)-এর প্রেসিডেন্ট মিঠুন ম্যানহাস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ নিয়ে ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন নিয়ে করা এক প্রশ্ন এড়িয়ে যান।
advertisement
এর আগে, বাংলাদেশ জানিয়ে দেয় যে, তারা আগামী মাসে ভারতে হওয়া T২০ World Cup-এ তাদের জাতীয় ক্রিকেট দল পাঠাবে না, কারণ ICC তাদের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করেছে। রায়পুরে নামার পর ম্যানহাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি শুধু ভারত ও New Zealand-এর মধ্যে দ্বিতীয় T২০I ম্যাচ দেখতে এসেছেন।
advertisement
BCCI এই বিষয় নিয়ে আগেও মুখে কুলুপ এঁটেছিল, বিশেষ করে ম্যানহাস বোর্ড প্রেসিডেন্ট হয়েও এই নিয়ে মুখ খোলেননি। ICC বুধবার বাংলাদেশকে চরম সময়সীমা দেয়, জানাতে বলে যে লিটনরা ভারতে খেলবেন কিনা, না হলে বাংলাদেশের জায়গায় নেওয়া হবে বিকল্প দলকে। তারা জানায়, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। আশা করা হচ্ছে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেতে পারে।
advertisement
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে বলেন, ICC-র নিরাপত্তা মূল্যায়ন গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে জানান, খেলোয়াড়, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। তিনি আরও বলেন, ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে সরানো হয়, তাহলে বাংলাদেশ খেলতে রাজি।








