টি-২০ হোক বা ওয়ান-ডে, বিশ্বকাপে এখনও পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ১২ বার ভারতেপর কাছে হেরেছে পাকিস্তান। আজও তারা আন্ডারডগ হয়েই নামবে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও এই ম্যাচে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন। তবে আজ রেকর্ড বদলের ডাক দিয়েছে বাবর আজমের দল। কোহলির ভারতের বিরুদ্ধে তারাও আজ ভয়ডরহীন ক্রিকেট খেলবে বলে ধরা যায়।