১১ জনের মৃত্যু এক মিনিটে! কড় কড় শব্দে মাঠে পড়ে বাজ, ভয়ঙ্কর 'কালাজাদু'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lightning- ম্যাচের মাঝেই য়ঙ্কর বজ্রপাত হয় মাঠের উপর। নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় ১১ জন ফুটবলারের। ম্যাচ দেখতে আসা দর্শকদের ৩০ জন গুরুতর আহত হন সেই বজ্রপাতে।
advertisement
advertisement
আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়ানক সব লোকগাঁথা শোনা যায়। সেখানে বহু মানুষ বিশ্বাস করেন, আজও কালাজাদুর সাহায্যে কোনও মানুষের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে কেউ! এমনকী সেই কালাজাদু যে কারও প্রাণও কেড়ে নিতে পারে। তবে আগেই জানিয়ে রাখি, আমরা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না। এই প্রতিবেদন লোকমুখে প্রচারিত কথা, ঘটনা পরম্পরার উপর নির্ভর করে লেখা। বিশ্বাস-অবিশ্বাসের দায়ভার পাঠকের।
advertisement
advertisement
advertisement
advertisement