১১ জনের মৃত্যু এক মিনিটে! কড় কড় শব্দে মাঠে পড়ে বাজ, ভয়ঙ্কর 'কালাজাদু'!

Last Updated:
Lightning- ম্যাচের মাঝেই য়ঙ্কর বজ্রপাত হয় মাঠের উপর। নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় ১১ জন ফুটবলারের। ম্যাচ দেখতে আসা দর্শকদের ৩০ জন গুরুতর আহত হন সেই বজ্রপাতে।
1/7
বজ্রপাত। শুনলেই যেন বুকটা ছ্যাৎ করে ওঠে, তাই না! বজ্রপাতে ভয় পান না, এমন মানুষ কমই আছেন হয়তো। আজ আমরা বজ্রাঘাতের এক ভয়ঙ্কর ঘটনার কথা বলতে চলেছি আপনাদের।
বজ্রপাত। শুনলেই যেন বুকটা ছ্যাৎ করে ওঠে, তাই না! বজ্রপাতে ভয় পান না, এমন মানুষ কমই আছেন হয়তো। আজ আমরা বজ্রাঘাতের এক ভয়ঙ্কর ঘটনার কথা বলতে চলেছি আপনাদের।
advertisement
2/7
যে ঘটনার কথা আমরা আজ বলব তা ঘিরে কালাজাদুর সম্ভাবনার কথাও শোনা যায়। আর ঘটনাটিও এতটাই অস্বাভাবিক যে আপনিও শুনলে বলতে পারেন, এমন ঘটনার পিছনে অলৌকিক কিছু লুকিয়ে থাকলেও থাকতে পারে!
যে ঘটনার কথা আমরা আজ বলব তা ঘিরে কালাজাদুর সম্ভাবনার কথাও শোনা যায়। আর ঘটনাটিও এতটাই অস্বাভাবিক যে আপনিও শুনলে বলতে পারেন, এমন ঘটনার পিছনে অলৌকিক কিছু লুকিয়ে থাকলেও থাকতে পারে!
advertisement
3/7
আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়ানক সব লোকগাঁথা শোনা যায়। সেখানে বহু মানুষ বিশ্বাস করেন, আজও কালাজাদুর সাহায্যে কোনও মানুষের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে কেউ! এমনকী সেই কালাজাদু যে কারও প্রাণও কেড়ে নিতে পারে। তবে আগেই জানিয়ে রাখি, আমরা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না। এই প্রতিবেদন লোকমুখে প্রচারিত কথা, ঘটনা পরম্পরার উপর নির্ভর করে লেখা। বিশ্বাস-অবিশ্বাসের দায়ভার পাঠকের।
আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভয়ানক সব লোকগাঁথা শোনা যায়। সেখানে বহু মানুষ বিশ্বাস করেন, আজও কালাজাদুর সাহায্যে কোনও মানুষের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে কেউ! এমনকী সেই কালাজাদু যে কারও প্রাণও কেড়ে নিতে পারে। তবে আগেই জানিয়ে রাখি, আমরা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না। এই প্রতিবেদন লোকমুখে প্রচারিত কথা, ঘটনা পরম্পরার উপর নির্ভর করে লেখা। বিশ্বাস-অবিশ্বাসের দায়ভার পাঠকের।
advertisement
4/7
আমরা আজ বলব ১৯৯৮ সালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কাসাই প্রদেশের মানুষের বুকও আজও কেঁপে ওঠে সেই ঘটনার কথা শুনলে। বজ্রপাতের এমন ভয়ঙ্কর ঘটনা হয়তো আপনিও এর আগে কখনও শোনেননি!
আমরা আজ বলব ১৯৯৮ সালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কাসাই প্রদেশের মানুষের বুকও আজও কেঁপে ওঠে সেই ঘটনার কথা শুনলে। বজ্রপাতের এমন ভয়ঙ্কর ঘটনা হয়তো আপনিও এর আগে কখনও শোনেননি!
advertisement
5/7
১৯৯৮ সালের অক্টোবর মাসে কাসাই প্রদেশে একটি মাঠে মুখোমুখি হয়েছিল বেনা শাদি ও বসঙ্গা নামের দুটি ফুটবল দল। সেই ম্যাচের সময় ঘটে ভয়ঙ্কর ঘটনা। দুই দলই একটি করে গোল করেছিল। হাড্ডাহাড্ডি ম্যাচ চলছিল ম্যাচে।
১৯৯৮ সালেরঅক্টোবর মাসে কাসাই প্রদেশে একটি মাঠে মুখোমুখি হয়েছিল বেনা শাদি ও বসঙ্গা নামের দুটি ফুটবল দল। সেই ম্যাচের সময় ঘটে ভয়ঙ্কর ঘটনা। দুই দলই একটি করে গোল করেছিল। হাড্ডাহাড্ডি ম্যাচ চলছিল ম্যাচে।
advertisement
6/7
ম্যাচের মাঝেই য়ঙ্কর বজ্রপাত হয় মাঠের উপর। নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় ১১ জন ফুটবলারের। ম্যাচ দেখতে আসা দর্শকদের ৩০ জন গুরুতর আহত হন সেই বজ্রপাতে।
ম্যাচের মাঝেই য়ঙ্কর বজ্রপাত হয় মাঠের উপর। নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় ১১ জন ফুটবলারের। ম্যাচ দেখতে আসা দর্শকদের ৩০ জন গুরুতর আহত হন সেই বজ্রপাতে।
advertisement
7/7
সব থেকে অবাক করা ঘটনা, সেই বজ্রপাতে মৃত ১১ জন ফুটবলারই একটি ফুটবল দলের। তাঁরা সবাই বেনা শাদি দলের ফুটবলার। প্রতিপক্ষ দলের কোনও ফুটবলারের গায়ে আঁচও লাগেনি সেদিন। এই ঘটনাই সবাইকে অবাক করেছিল। অনেকে আজও মনে করেন, সেই ঘটনা ঘটানো হয়েছিল কালাজাদুর প্রভাব খাটিয়ে।
সব থেকে অবাক করা ঘটনা, সেই বজ্রপাতে মৃত ১১ জন ফুটবলারই একটি ফুটবল দলের। তাঁরা সবাই বেনা শাদি দলের ফুটবলার। প্রতিপক্ষ দলের কোনও ফুটবলারের গায়ে আঁচও লাগেনি সেদিন। এই ঘটনাই সবাইকে অবাক করেছিল। অনেকে আজও মনে করেন, সেই ঘটনা ঘটানো হয়েছিল কালাজাদুর প্রভাব খাটিয়ে। ২০-৩৫ বছর বয়স ছিল ফুটবলারদের।
advertisement
advertisement
advertisement