লাল পলাশ দেখতে চান প্রাণ ভরে? বাঁকুড়ার কোথায় যেতে হবে, জেনে নিন

Last Updated:
Bankura: বাঁকুড়া শহরের খুব কাছে পেয়ে যাবেন পলাশ ফুলের দেখা। সঙ্গে রইল দক্ষিণ বাঁকুড়ার কিছু ঠিকানা। বছরের এই সময়গুলোতে সেসব জায়গায় গেলে কিন্তু লাল পলাশ ফুলের দেখা পেয়ে যেতে পারেন। একবার ঘুরে আসবেন নাকি!
1/6
বাঁকুড়ার এই জায়গাগুলিতে পাবেন পলাশ ফুলের দেখা। ঘুরে দেখুন রক্তিম বাঁকুড়া।
বাঁকুড়ার এই জায়গাগুলিতে পাবেন পলাশ ফুলের দেখা। ঘুরে দেখুন রক্তিম বাঁকুড়া।
advertisement
2/6
আগের বছরের মতই দেরি করে দেখা মিলেছে পলাশ ফুলের।
আগের বছরের মতই দেরি করে দেখা মিলেছে পলাশ ফুলের।
advertisement
3/6
দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমার রানীবাঁধ ব্লকে পলাশ দেখা যায় প্রতি বছর। এই মরশুমে পর্যটকেরা রানীবাঁধে পেয়ে যাবেন পলাশের সম্ভার।
দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমার রানীবাঁধ ব্লকে পলাশ দেখা যায় প্রতি বছর। এই মরশুমে পর্যটকেরা রানীবাঁধে পেয়ে যাবেন পলাশের সম্ভার।
advertisement
4/6
বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে পলাশ এক বিশেষ আকর্ষণ। জল,জঙ্গল,পাহাড়ের পাশে পলাশ ফুল দেখতে ভিড় জমান পর্যটকেরা।
বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে পলাশ এক বিশেষ আকর্ষণ। জল,জঙ্গল,পাহাড়ের পাশে পলাশ ফুল দেখতে ভিড় জমান পর্যটকেরা।
advertisement
5/6
মুকুটমণিপুর থেকে ৩২ কিলোমিটার দূরে সুতান ফরেস্ট। ঝাড়খণ্ডের দলমার প্রসারিত অংশ এই সুতান। লাল পলাশে ঢেকে যায় এই জঙ্গল।
মুকুটমণিপুর থেকে ৩২ কিলোমিটার দূরে সুতান ফরেস্ট। ঝাড়খণ্ডের দলমার প্রসারিত অংশ এই সুতান। লাল পলাশে ঢেকে যায় এই জঙ্গল।
advertisement
6/6
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে দেখা মিলেছে পলাশের। ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা।
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে দেখা মিলেছে পলাশের। ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা।
advertisement
advertisement
advertisement