West Bengal Flood Situation: রাস্তায় চলছে নৌকা, আরও সংকটজনক ঘাটালের বন্যা পরিস্থিতি, জলের তলায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল
- Published by:Debolina Adhikari
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
আবহাওয়ার উন্নতি হলেও জল বাড়ছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায়। ফলে দুর্ভোগ অব্যাহত ৷ এমনকি বাজার করার জন্যও নৌকা নিয়ে আসতে হচ্ছে মানুষকে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়ার দরুণ এখনও পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে ১২ হাজার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, বীরভূম জেলার ২ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, হাওড়া জেলা থেকে ৪ হাজার লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক নদীর বাঁধ ভেঙেছে। সেচ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয়। বুধবার আরও ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।