Weather Update: বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাস্প! কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি? ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে এইদিন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের হলুদ ও কমলা সর্তকতা। তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement
advertisement
advertisement
দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের একই জায়গায় অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে চরম তাপে পুড়ছে বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পার করেছে। ১৩ জুন পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া।
advertisement
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলার তাপমাত্রা প্রতিদিন বাড়ছে। ১৩ জুন পর্যন্ত প্রায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। জুনের ১৩ তারিখের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
স্বাভাবিক বর্ষার বৃষ্টি না হলেও ১৪ জুন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কারণ দুটি ঘূর্ণবাত অক্ষরেখায় সক্রিয় হয়েছে। উত্তর-পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং পূর্ব বিহারে সৃষ্টি হয়েছে ঘূর্ণবাত। ফলে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয়বাষ্প প্রবেশ করছে। শুক্রবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি দিঘার ও তাপমাত্রা বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ১১ জুন মঙ্গলবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ শতাংশ। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই তীব্র গরম ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়িতে সাধারণ মানুষের। বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









