Trending Fancy Pillow:কখনও পাউরুটি, কখনও কলা, গাজর বা মাছ...হরেক ডিজাইনের কোলবালিশে মজেছে একরত্তিরা

Last Updated:
পাউরুটি,কলা,গাজর এমনকি মাছ সঙ্গে নিয়ে শুতে পারবে খুদেরা
1/6
পাউরুটি থেকে কলা,গাজর এমনকি মাছ... জনপ্রিয়তার তুঙ্গে হরেক কেতার কোলবালিশ। খুদেদের মনপসন্দ, কাজেই চাহিদা বিপুল।
পাউরুটি থেকে কলা,গাজর এমনকি মাছ... জনপ্রিয়তার তুঙ্গে হরেক কেতার কোলবালিশ। খুদেদের মনপসন্দ, কাজেই চাহিদা বিপুল।
advertisement
2/6
 পাউরুটি, গাজর, মাছ, কলা-সহ বিভিন্ন আকৃতির এই নরম বালিশ খুদেদের জন্য একেবারেই নিরাপদ।
পাউরুটি, গাজর, মাছ, কলা-সহ বিভিন্ন আকৃতির এই নরম বালিশ খুদেদের জন্য একেবারেই নিরাপদ।
advertisement
3/6
 কচিকাঁচাদের বেশি পছন্দ কার্টুন চরিত্রের কোলবালিশগুলি
কচিকাঁচাদের বেশি পছন্দ কার্টুন চরিত্রের কোলবালিশগুলি
advertisement
4/6
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই কোলবালিশ। ক্রেতাদের মধ্যে বিশেষ চাহিদা থাকায় অনেক বিক্রেতা কাস্টম ডিজাইনেও অর্ডার নিচ্ছেন
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ৭০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই কোলবালিশ। ক্রেতাদের মধ্যে বিশেষ চাহিদা থাকায় অনেক বিক্রেতা কাস্টম ডিজাইনেও অর্ডার নিচ্ছেন
advertisement
5/6
অভিভাবকদের মতে, এ ধরনের কোলবালিশ শিশুদের ঘুমের সময় সঙ্গী হিসেবে ভালো ভূমিকা নিচ্ছে। খেলতে খেলতে আপন মনেই কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে সন্তান
অভিভাবকদের মতে, এ ধরনের কোলবালিশ শিশুদের ঘুমের সময় সঙ্গী হিসেবে ভালো ভূমিকা নিচ্ছে। খেলতে খেলতে আপন মনেই কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে সন্তান
advertisement
6/6
বিক্রেতারাও বলছেন, নরম ও মজাদার ডিজাইন হওয়ায় এই কোলবালিশের চাহিদা দিন দিন বাড়ছে। অনেকে উপহার হিসেবেও এগুলি কিনছেন।
বিক্রেতারাও বলছেন, নরম ও মজাদার ডিজাইন হওয়ায় এই কোলবালিশের চাহিদা দিন দিন বাড়ছে। অনেকে উপহার হিসেবেও এগুলি কিনছেন।
advertisement
advertisement
advertisement