Tourist Spot For Couple: খোলা আকাশের নিচে আপনি, সঙ্গে শুধু সে, কলকাতার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যুগলের জন্য দারুণ ডেস্টিনেশন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Tourist Spot Near Kolkata: কলকাতার কাছে ঘুরতে যাওয়ার আদর্শ এই কয়েকটি জায়গা, শহরের কোলাহল মুক্ত গ্রাম্য মনোরম পরিবেশ। সেখানে নির্জনতা যেন জড়িয়ে আছে সবকিছুতেই।
পূর্ব বর্ধমান: দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রায় সবাই ছুটে যেতে চান খোলা আকাশের নীচে, একটু শান্ত হয়ে দাঁড়াতে চান প্রকৃতির আশ্রয়ে। আর এরকম জায়গা যদি থাকে হাতের নাগালে তাহলে তো কথাই নেই। কলকাতার কাছেই পাবেন শহরের কোলাহল মুক্ত গ্রাম্য মনোরম পরিবেশ। সেখানে নির্জনতা যেন জড়িয়ে আছে সবকিছুতে। গরমের ছুটিতে একবার হলেও ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গল থেকে।
advertisement
advertisement
আউশগ্রাম গিয়ে ঘুরে নিতে পারেন আরও বেশ কিছু জায়গা। আউশগ্রামেই রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়ি এখন একটা শ্যুটিং স্পট হয়ে উঠেছে। বহু অভিনেতা অভিনেত্রী এই জায়গায় আসেন শ্যুটিং এর জন্য।পূর্ব বর্ধমানের আউশগ্রামেই রয়েছে লবণধার নামে একটি গ্রাম , যা সকলের কাছে আলপনা গ্রাম নামেই পরিচিত। এই গ্রামের প্রত্যেকটা বাড়ি সাজানো রয়েছে আলপনা দিয়ে। একেবারে ছবির মত সাজানো গ্রাম। ফটোশুটের জন্য একেবারে আদর্শ জায়গা।
advertisement
এই গ্রামে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে যা গ্রামে গেলেই জানতে পারবেন। এছড়াও কপাল ভাল থাকলে জঙ্গলের মধ্যে ময়ূর দেখার সুযোগও মিলতে পারে।এছড়াও পূর্ব বর্ধমানের মধ্যেই রয়েছে চুপি পাখিরালয়। যেখানে গেলেই চোখে পড়বে প্রচুর পরিযায়ী পাখি। এই জায়গাতেও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন পাখি দেখার জন্য। এছাড়া এখানে নৌকা বিহারেরও ভাল ব্যবস্থা রয়েছে এবং থাকা, খাওয়ার জন্য রয়েছে একাধিক হোটেল। সর্বশেষ এবং খুবই সুন্দর একটা ডেস্টিনেশন হল নয়াচর ইকো ভিলেজ।
advertisement
এটা খাতায় কলমে নদিয়া জেলার মধ্যে হলেও আদতে যেন রয়েছে পূর্ব বর্ধমান লাগোয়া। এই নয়াচর গ্রামের মধ্যেই রয়েছে একটা ছোট্ট রিসর্ট। এখান থেকে নৌকায় চেপে গাঙ্গেয় ডলফিন দেখারও সুযোগ পাবেন। এছড়াও একটা ছোট নাইট সাফারির ব্যবস্থাও রয়েছে। সবমিলিয়ে এই কয়েকটি জায়গা গরমের সময় ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ। Input- Banowarilal Chowdhary