East Bardhaman News: আলুর পরোটার জন্য বিখ্যাত এই ধাবা, দূর-দূরান্ত থেকে উপচে পড়ে মানুষের ভিড়, কোথায় জানেন?

Last Updated:
East Bardhaman News: ১৪ বছর ধরে আজও সকলের মনে এক আলাদা জায়গা ধরে রেখেছে এই নিগনের তিরুপতি ধাবা।
1/6
পূর্ব বর্ধমান জেলার মধ্যে অন্যতম একটি ব্যস্ততম রাস্তা হল কাটোয়া-বর্ধমান রাস্তা। জেলার বিভিন্ন সদর দফতর রয়েছে বর্ধমান শহরেই। যেকারণে প্রত্যেকদিনই বহু জনকে বিভিন্ন কারণে যেতে হয় বর্ধমান। কাটোয়া - বর্ধমান রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন কারণে কাটোয়া হয়ে বর্ধমান যেতে হয় মুর্শিদাবাদ, নদীয়ার বহু মানুষকে।
পূর্ব বর্ধমান জেলার মধ্যে অন্যতম একটি ব্যস্ততম রাস্তা হল কাটোয়া-বর্ধমান রাস্তা। জেলার বিভিন্ন সদর দফতর রয়েছে বর্ধমান শহরেই। যেকারণে প্রত্যেকদিনই বহু জনকে বিভিন্ন কারণে যেতে হয় বর্ধমান। কাটোয়া - বর্ধমান রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন কারণে কাটোয়া হয়ে বর্ধমান যেতে হয় মুর্শিদাবাদ, নদীয়ার বহু মানুষকে।
advertisement
2/6
তবে এই কাটোয়া বর্ধমান রাস্তায় যারা যাতায়াত করেন তাঁদের খাবার খাওয়ায় জন্য কোনও না কোনও জায়গায় একবার হলেও দাঁড়াতে হয়। এই প্রতিবেদনে সেরকমই কাটোয়া-বর্ধমান রাস্তায় খাবার খাওয়ার একটি আদর্শ জায়গার সন্ধান দেওয়া হবে।
তবে এই কাটোয়া বর্ধমান রাস্তায় যারা যাতায়াত করেন তাঁদের খাবার খাওয়ায় জন্য কোনও না কোনও জায়গায় একবার হলেও দাঁড়াতে হয়। এই প্রতিবেদনে সেরকমই কাটোয়া-বর্ধমান রাস্তায় খাবার খাওয়ার একটি আদর্শ জায়গার সন্ধান দেওয়া হবে।
advertisement
3/6
এই রোডেই রয়েছে একটি জনপ্রিয় ধাবা। বর্ধমান রোডে যাতায়াত করেছেন অথচ এই ধাবায় আসেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। রাস্তার দু’ধারে বেশ কয়েকটি ধাবা থাকলেও , এই রাস্তায় অবস্থিত তিরুপতি ধাবার জনপ্রিয়তা অন্য মাত্রায়।
এই রোডেই রয়েছে একটি জনপ্রিয় ধাবা। বর্ধমান রোডে যাতায়াত করেছেন অথচ এই ধাবায় আসেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। রাস্তার দু’ধারে বেশ কয়েকটি ধাবা থাকলেও , এই রাস্তায় অবস্থিত তিরুপতি ধাবার জনপ্রিয়তা অন্য মাত্রায়।
advertisement
4/6
এই তিরুপতি ধাবায় বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও পাওয়া যায়। এছাড়াও স্বল্পমূল্যে প্রায় ৫ থেকে ৭ রকমের পদ দিয়ে পাওয়া যায় সাজানো ভাতের থালি।
এই তিরুপতি ধাবায় বিভিন্ন ধরনের চাইনিজ খাবারও পাওয়া যায়। এছাড়াও স্বল্পমূল্যে প্রায় ৫ থেকে ৭ রকমের পদ দিয়ে পাওয়া যায় সাজানো ভাতের থালি।
advertisement
5/6
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ এই ধাবায় খাবার খাওয়ার জন্য ভিড় জমান। জানা গিয়েছে এই ধাবার সবথেকে বিশেষ খাবার হল আলুর পরোটা। এই আলুর পরোটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ এই ধাবায় খাবার খাওয়ার জন্য ভিড় জমান। জানা গিয়েছে এই ধাবার সবথেকে বিশেষ খাবার হল আলুর পরোটা। এই আলুর পরোটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন।
advertisement
6/6
কাটোয়া বর্ধমান রাস্তায় যদি কাটোয়া থেকে বর্ধমান যাওয়া হয়, তাহলে নিগন বাসস্ট্যান্ডের পরেই রাস্তার বামদিকে পড়বে এই তিরুপতি ধাবা। সপ্তাহের প্রত্যেকদিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এই ধাবা খোলা থাকে।
কাটোয়া বর্ধমান রাস্তায় যদি কাটোয়া থেকে বর্ধমান যাওয়া হয়, তাহলে নিগন বাসস্ট্যান্ডের পরেই রাস্তার বামদিকে পড়বে এই তিরুপতি ধাবা। সপ্তাহের প্রত্যেকদিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এই ধাবা খোলা থাকে।
advertisement
advertisement
advertisement