সুন্দরবনে কি বাঘের সংখ্যা বাড়ল ? কী বলছে বনদফতর, দেখে নিন

Last Updated:
1/4
 সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। দাবি বনকর্তার। রয়্যাল বেঙ্গলের সঠিক সংখ্যা পেতে সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন দফতরের অধীনে থাকা রেঞ্জে ক্যামেরা বসানো কাজ চলছে। ক্যামেরায় ওঠা বাঘের ছবি পর্যালোচনা করে আগামী মার্চে রিপোর্ট জমা দেবে বন দফতর।
সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। দাবি বনকর্তার। রয়্যাল বেঙ্গলের সঠিক সংখ্যা পেতে সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন দফতরের অধীনে থাকা রেঞ্জে ক্যামেরা বসানো কাজ চলছে। ক্যামেরায় ওঠা বাঘের ছবি পর্যালোচনা করে আগামী মার্চে রিপোর্ট জমা দেবে বন দফতর।
advertisement
2/4
বাঘ বাড়ছে সুন্দরবনে।  পর্যটক সংখ্যার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে রয়্যাল বেঙ্গলের সংখ্যা। দাবি দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফও-র।  গত কয়েক মাস ধরেই সন্দরবনের এখানে ওখানে দেখা মিলছে দক্ষিণ রায়ের। কখনও বহাল তবিয়েতে নদীর পাড়ে হেঁটে বেড়াচ্ছেন। কখনও পর্যটক দেখে থমকে দাঁড়িয়ে পড়ছে।
বাঘ বাড়ছে সুন্দরবনে। পর্যটক সংখ্যার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে রয়্যাল বেঙ্গলের সংখ্যা। দাবি দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফও-র। গত কয়েক মাস ধরেই সন্দরবনের এখানে ওখানে দেখা মিলছে দক্ষিণ রায়ের। কখনও বহাল তবিয়েতে নদীর পাড়ে হেঁটে বেড়াচ্ছেন। কখনও পর্যটক দেখে থমকে দাঁড়িয়ে পড়ছে।
advertisement
3/4
 এই পরিস্থিতিতে বাঘের সংখ্যা ঠিক  কত , তা জানতে ফের বাঘ সুমারি শুরু হল সুন্দরবনে। জঙ্গলকে বিভিন্ন ভাগে ভাগ করে চলছে ক্যামেরা বসানোর কাজ । মোট ১২০ জন বনকর্মী ৮৪০টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানোর কাজ করছেন। বনকর্মীদের আটটি দল কাজ করছে । এক একটি দলে রয়েছেন ১৫ জন কর্মী । ৩৬ দিন ধরে চলবে ছবি তোলার কাজ ।
এই পরিস্থিতিতে বাঘের সংখ্যা ঠিক কত , তা জানতে ফের বাঘ সুমারি শুরু হল সুন্দরবনে। জঙ্গলকে বিভিন্ন ভাগে ভাগ করে চলছে ক্যামেরা বসানোর কাজ । মোট ১২০ জন বনকর্মী ৮৪০টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানোর কাজ করছেন। বনকর্মীদের আটটি দল কাজ করছে । এক একটি দলে রয়েছেন ১৫ জন কর্মী । ৩৬ দিন ধরে চলবে ছবি তোলার কাজ ।
advertisement
4/4
আগে বাঘের পায়ের ছাপ দেখে গণনা হত । পুরনো সেই পদ্ধতিতে বাঘের সঠিক সংখ্যা পেতে সমস্যা হত। বনকর্মীদের নিরাপত্তার অভাবও ছিল। ২০০৪ সালে সেই পদ্ধতিতে পাওয়া রিপোর্ট বলে,  সুন্দরবনে ২৭৪টি বাঘ আছে।  কিন্তু সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। তারপর থেকেই চালু হয় আধুনিক পদ্ধতিতে ক্যামেরা বসিয়ে ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনার কাজ। সেই পদ্ধতিতে পাওয়া শেষ রিপোর্ট বলছে, সুন্দরবনে বাঘের সংখ্যা একশো ছাড়িয়েছে।  এবারের বাঘ সুমারিতে সংখ্যাটা কতটা বাড়ে, সেদিকেই নজর বন আধিকারিকদের। আগামী মার্চে এ বিষয়ে রিপোর্ট দেবে বন দফতর।
আগে বাঘের পায়ের ছাপ দেখে গণনা হত । পুরনো সেই পদ্ধতিতে বাঘের সঠিক সংখ্যা পেতে সমস্যা হত। বনকর্মীদের নিরাপত্তার অভাবও ছিল। ২০০৪ সালে সেই পদ্ধতিতে পাওয়া রিপোর্ট বলে, সুন্দরবনে ২৭৪টি বাঘ আছে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। তারপর থেকেই চালু হয় আধুনিক পদ্ধতিতে ক্যামেরা বসিয়ে ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনার কাজ। সেই পদ্ধতিতে পাওয়া শেষ রিপোর্ট বলছে, সুন্দরবনে বাঘের সংখ্যা একশো ছাড়িয়েছে। এবারের বাঘ সুমারিতে সংখ্যাটা কতটা বাড়ে, সেদিকেই নজর বন আধিকারিকদের। আগামী মার্চে এ বিষয়ে রিপোর্ট দেবে বন দফতর।
advertisement
advertisement
advertisement