Whole Night Train Service: সারা রাত চলবে ট্রেন, গঙ্গাসাগরে যাওয়ার স্পেশাল ট্রেন কখন, কখন কোথা থেকে ছাড়বে, দেখে নিন লিস্ট

Last Updated:
Whole Night Train Service: এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে রাতভর চলবে ট্রেন, সুবিধা পূণ্যার্থীদের
1/5
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে রাতেও চলবে ট্রেন। যার ফলে বাড়তি সুবিধা পাবে পূণ্যার্থীরা। বিপুল সংখ্যক পূণ্যার্থীদের কথা মাথায় রেখে এই পরিষেবা মিলবে। অন্যান্য বার রাত ১২টা থেকে ভোর ৪ টে পর্যন্ত ট্রেন চলত না। ছবি ও তথ্য: নবাব মল্লিক
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে রাতেও চলবে ট্রেন। যার ফলে বাড়তি সুবিধা পাবে পূণ্যার্থীরা। বিপুল সংখ্যক পূণ্যার্থীদের কথা মাথায় রেখে এই পরিষেবা মিলবে। অন্যান্য বার রাত ১২টা থেকে ভোর ৪ টে পর্যন্ত ট্রেন চলত না। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
শিয়ালদহ থেকে রাত ১২.০১, ১.২৩, ২.৫৫ মিনিটে ট্রেন ছেড়ে আসবে। নামখানায় সেই ট্রেন পৌঁছাবে যথাক্রমে ২.০৫, ৩.২৫ ও ৫.০৩ মিনিটে। এবছর গঙ্গাসাগর মেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থী আসবে সেই কথা আঁচ করেই আগেভাগেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
শিয়ালদহ থেকে রাত ১২.০১, ১.২৩, ২.৫৫ মিনিটে ট্রেন ছেড়ে আসবে। নামখানায় সেই ট্রেন পৌঁছাবে যথাক্রমে ২.০৫, ৩.২৫ ও ৫.০৩ মিনিটে। এবছর গঙ্গাসাগর মেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থী আসবে সেই কথা আঁচ করেই আগেভাগেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
advertisement
3/5
অপরদিকে নামখানা থেকে শিয়ালদহর দিকে ছেড়ে যাবে ট্রেন ছেড়ে যাবে ১২.০৭, ১.০৬, ১.২৫, ২.৫২ তে। ট্রেনগুলি শিয়ালদহ তে পৌঁছাবে ২.২০, ৩.১৩, ৩.৪৫ এ। ফলে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সারারাত ট্রেন চলবে এবার।
অপরদিকে নামখানা থেকে শিয়ালদহর দিকে ছেড়ে যাবে ট্রেন ছেড়ে যাবে ১২.০৭, ১.০৬, ১.২৫, ২.৫২ তে। ট্রেনগুলি শিয়ালদহ তে পৌঁছাবে ২.২০, ৩.১৩, ৩.৪৫ এ। ফলে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সারারাত ট্রেন চলবে এবার।
advertisement
4/5
স্টেশন চত্বরে ভিড়ের বহর কমাতে তীর্থযাত্রীদের জন্য উভয় প্রান্তিক স্টেশন গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করেছে রেল। শিয়ালদহের ক্ষেত্রে তা হল প্ল্যাটফর্ম নম্বর ১৫ এবং ১৬। ২ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত করা হয়েছে কাকদ্বীপ স্টেশনের জন্য।
স্টেশন চত্বরে ভিড়ের বহর কমাতে তীর্থযাত্রীদের জন্য উভয় প্রান্তিক স্টেশন গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করেছে রেল। শিয়ালদহের ক্ষেত্রে তা হল প্ল্যাটফর্ম নম্বর ১৫ এবং ১৬। ২ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত করা হয়েছে কাকদ্বীপ স্টেশনের জন্য।
advertisement
5/5
ভিড় নিয়ন্ত্রণ, টিকিট কাটার বিশেষ ব্যবস্থা, পানীয় জল ও যাত্রী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে একাধিক যাত্রীবান্ধব পরিকাঠামো গড়ছে শিয়ালদহ ডিভিশন। ফলে এবছর ভিড় যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
ভিড় নিয়ন্ত্রণ, টিকিট কাটার বিশেষ ব্যবস্থা, পানীয় জল ও যাত্রী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে একাধিক যাত্রীবান্ধব পরিকাঠামো গড়ছে শিয়ালদহ ডিভিশন। ফলে এবছর ভিড় যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement