Nadia News: সন্ধে নামতেই...! নৌকা চালিয়ে রোজ যান পুরোহিত, নবদ্বীপের জল মন্দিরের ভিতরে কী হয় জানেন?

Last Updated:
Nadia News: সূর্যের আলো যখন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় তখনই সন্ধ্যা আরতি করতে নৌকা বেয়ে ব্রাহ্মণ নিজে যান মন্দির এর উদ্দেশ্যে।
1/6
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপ মানেই মঠ ও মন্দিরের জায়গা। শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ থামে প্রতিবছর হাজার হাজার দর্শনার থেকে আসেন। ঘুরে দেখেন নবদ্বীপের সব মঠ ও মন্দিরগুলি। নবদ্বীপের বুকেই রয়েছে এক সুন্দর মন্দির যার গোটা এলাকায় জলাশয় দিয়ে ঘেরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপ মানেই মঠ ও মন্দিরের জায়গা। শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ থামে প্রতিবছর হাজার হাজার দর্শনার থেকে আসেন। ঘুরে দেখেন নবদ্বীপের সব মঠ ও মন্দিরগুলি। নবদ্বীপের বুকেই রয়েছে এক সুন্দর মন্দির যার গোটা এলাকায় জলাশয় দিয়ে ঘেরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নবদ্বীপ শহরের একদম শেষের দিকে এই মন্দির অবস্থিত। এই জল মন্দিরকে অনেকে কোলেরডাঙ্গা মন্দিরও বলে থাকে। মন্দিরে চারিদিক জল দিয়ে ঘেরা বলে একে জল মন্দির বলা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যেবেলা স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীদের ভিড় থাকে দেখার মত।
নবদ্বীপ শহরের একদম শেষের দিকে এই মন্দির অবস্থিত। এই জল মন্দিরকে অনেকে কোলেরডাঙ্গা মন্দিরও বলে থাকে। মন্দিরে চারিদিক জল দিয়ে ঘেরা বলে একে জল মন্দির বলা হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যেবেলা স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীদের ভিড় থাকে দেখার মত।
advertisement
3/6
প্রধান গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন চারিদিক জলাশয় মধ্যেখানে রয়েছে একটি সাদা রংয়ের মন্দির। কিন্তু মন্দিরে যাওয়ার জন্য কোন সেতু বা সিঁড়ি নেই। রয়েছে এক পাশে বাঁধা একটি ছোট্ট নৌকো।
প্রধান গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন চারিদিক জলাশয় মধ্যেখানে রয়েছে একটি সাদা রংয়ের মন্দির। কিন্তু মন্দিরে যাওয়ার জন্য কোন সেতু বা সিঁড়ি নেই। রয়েছে এক পাশে বাঁধা একটি ছোট্ট নৌকো।
advertisement
4/6
তবে এই মন্দিরে দর্শনার্থীরা কেউ যেতে পারবেন না। মন্দিরে যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র মন্দিরের যিনি পুজো করেন সেই ব্রাহ্মনের। তিনি নিজে নৌকা চালিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা মন্দিরে যান এবং পুজো করেন।
তবে এই মন্দিরে দর্শনার্থীরা কেউ যেতে পারবেন না। মন্দিরে যাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র মন্দিরের যিনি পুজো করেন সেই ব্রাহ্মনের। তিনি নিজে নৌকা চালিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা মন্দিরে যান এবং পুজো করেন।
advertisement
5/6
বহু বছর ধরে এই রীতির নিয়ম করে মেনে আসা হয়ে আসছে। বিশেষ করে সন্ধ্যেবেলা এই মন্দির দেখতে লাগে অপরূপ সুন্দর। সূর্যের আলো যখন আস্তে আস্তে খিন হয়ে যায় তখনই সন্ধ্যা আরতি করতে নৌকা বেয়ে ব্রাহ্মণ নিজে যান মন্দির এর উদ্দেশ্যে।
বহু বছর ধরে এই রীতির নিয়ম করে মেনে আসা হয়ে আসছে। বিশেষ করে সন্ধ্যেবেলা এই মন্দির দেখতে লাগে অপরূপ সুন্দর। সূর্যের আলো যখন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় তখনই সন্ধ্যা আরতি করতে নৌকা বেয়ে ব্রাহ্মণ নিজে যান মন্দির এর উদ্দেশ্যে।
advertisement
6/6
এই মন্দিরে আসতে হলে সব থেকে ভালো উপায় সড়কপথে গৌরাঙ্গ সেতু হয়ে নবদ্বীপে এসে সেতু শেষ হওয়ার পর বাইপাস রাস্তা ধরে একটুখানি এগুলোই চলে আসা যাবে এই মন্দিরে। কিংবা গুগল ম্যাপের সাহায্য নিয়েও চলে আসতে পারেন এই মন্দিরে।
এই মন্দিরে আসতে হলে সব থেকে ভাল উপায় সড়কপথে গৌরাঙ্গ সেতু হয়ে নবদ্বীপে এসে সেতু শেষ হওয়ার পর বাইপাস রাস্তা ধরে একটুখানি এগুলোই চলে আসা যাবে এই মন্দিরে। কিংবা গুগল ম্যাপের সাহায্য নিয়েও চলে আসতে পারেন এই মন্দিরে।
advertisement
advertisement
advertisement