নাইলন ফেন্সিংয়ে আটকেও আটকাচ্ছে না! শেষে সুন্দরবনে বসল এই বোর্ড
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
নাইলন নেট ফেন্সিং আসলে বাঘের কাছে এক মনস্তাত্বিক বাধা। এদিকে জঙ্গলে অননুমোদিত প্রবেশ রোধে ওয়ার্নিং বোর্ডও বন দফতরের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে