নাইলন ফেন্সিংয়ে আটকেও আটকাচ্ছে না! শেষে সুন্দরবনে বসল এই বোর্ড
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
নাইলন নেট ফেন্সিং আসলে বাঘের কাছে এক মনস্তাত্বিক বাধা। এদিকে জঙ্গলে অননুমোদিত প্রবেশ রোধে ওয়ার্নিং বোর্ডও বন দফতরের পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে

![সুন্দরবন মানেই জলে কুমির ডাঙায় বাঘ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সুন্দরবনের মনোরম পরিবেশ দেখতে।[ছবি ও তথ্য: সুমন সাহা] সুন্দরবন মানেই জলে কুমির ডাঙায় বাঘ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সুন্দরবনের মনোরম পরিবেশ দেখতে।[ছবি ও তথ্য: সুমন সাহা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/09/HYP_5423669_20250902_150952_watermark_02092025_151330_1.jpg?impolicy=website&width=827&height=620)