MEA: মোদি ফোন না করায় আটকে চুক্তি? মার্কিন বাণিজ্য সচিবের দাবি ওড়াল বিদেশ মন্ত্রক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মোদি ফোন করেননি ট্রাম্পকে, তাই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি৷ মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকের মন্তব্যে এবার প্রতিক্রিয়া জানাল ভারত৷
নয়াদিল্লি: মোদি ফোন করেননি ট্রাম্পকে, তাই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি৷ মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকের মন্তব্যে এবার প্রতিক্রিয়া জানাল ভারত৷ “সঠিক নয়”, ওই পডকাস্টের ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি সম্পর্কে বিতর্কিত আলোচনা সম্পর্কে স্পষ্ট বার্তা নয়াদিল্লির৷
“আমরা মন্তব্যটি দেখেছি। ভারত ও আমেরিকা ১৩ ফেব্রুয়ারি গত বছর থেকেই একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তারপর থেকে উভয় পক্ষ একাধিক দফায় আলোচনা করেছে, যাতে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তিতে পৌঁছানো যায়”, জানাল বিদেশ মন্ত্রক৷
advertisement
advertisement
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়, “বহুবার আমরা (ভারত) চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিলাম। ওই আলোচনায় দু‘দেশের বাণিজ্য চুক্তি নিয়ে যে ছবি তুলে ধরা হয়েছে তা সঠিক নয়৷’’ আমেরিকার সঙ্গে বাণিজ্যে এখনও আগ্রহী ভারত, এদিন স্পষ্ট বার্তা নয়াদিল্লির৷ ‘‘পরিপূরক অর্থনীতির মধ্যে একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তিতে আগ্রহী এবং তা দ্রুত সম্পন্ন করাই লক্ষ আমাদের,’’ জানাল নয়াদিল্লি৷
advertisement
সর্বোচ্চ স্তরে রাজনৈতিক যোগাযোগের অভাবের অভিযোগও খারিজ করেছে পররাষ্ট্রমন্ত্রক৷ “২০২৫ সালে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আটবার ফোনে কথা হয়েছে, যেখানে আমাদের বিস্তৃত পার্টনারশিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে”, দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে জানাল পররাষ্ট্রমন্ত্রক৷
আরও পড়ুন: ‘ট্রাম্পকে ফোন করেননি মোদি, তাই আটকে বাণিজ্য চুক্তি!’ মার্কিন বাণিজ্য সচিবের বিস্ফোরক দাবি
advertisement
প্রসঙ্গত, আমেরিকার বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক একটি পডকাস্টে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ সেকারণেই নাকি আটকে গিয়েছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি৷ এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক৷
‘‘আমি চুক্তিগুলি নিয়ে আলোচনা করব এবং পুরো চুক্তিটি ঠিক করব। তবে আসল কথা হল এটা উনার চুক্তি৷ উনিই শেষ করবেন৷ উনিই ডিল করেন৷ মোদিকে ফোন করতে হবে৷ মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে৷ ওঁরা অস্বস্তি বোধ করছেন৷ তাই মোদী ফোন করেননি’’, ওই পডকাস্টে এমনই মন্তব্য করলেন লুটনিক৷ তাঁর মন্তব্য নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া জানাল ভারত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 6:57 PM IST










