IND vs NZ: দরকার আর মাত্র ৪২ রান! আরও একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আরও এক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। তার জন্য কোহলির দরকার আর মাত্র ৪২ রান।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আরও এক ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হতে তাঁর প্রয়োজন মাত্র ৪২ রান। রবিবার বরোদায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তিনি এই কীর্তি গড়তে পারেন। বর্তমানে কোহলির মোট আন্তর্জাতিক রান ২৭,৯৭৫, যেখানে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রান ২৮,০১৬। উল্লেখযোগ্য বিষয় হল, সাঙ্গাকারা যেখানে ৬৬৬ ইনিংসে এই রান করেছিলেন, সেখানে কোহলি মাত্র ৬২৪তম ইনিংসেই তাঁকে ছাড়িয়ে যেতে পারেন।
এই সিরিজে কোহলির সামনে আরও একটি বড় রেকর্ড হাতছানি দিচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে তাঁর। তিন ম্যাচে মোট ৯৩ রান করতে পারলেই তিনি সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন। বর্তমানে কোহলি ৩৩ ইনিংসে ১,৬৫৭ রান করেছেন, আর তেন্ডুলকার ৪১ ইনিংসে করেছেন ১,৭৫০ রান। কম ইনিংসে এই রেকর্ড গড়ার সুযোগ কোহলির ধারাবাহিকতা ও দক্ষতারই প্রমাণ।
advertisement
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডে থেকে শুরু করে আন্তর্জাতিক ও ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট মিলিয়ে তাঁর টানা ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪* রানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি শতরান এবং একটি অপরাজিত ৬৫ রান তাঁর ফর্মের প্রমাণ। এছাড়া এক দশকের বেশি সময় পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে ফিরে তিনি খেলেছেন ১৩১ ও ৭৭ রানের দুটি ম্যাচজয়ী ইনিংস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
নিউজিল্যান্ড সিরিজটি কোহলির জন্য রেকর্ড গড়ার আদর্শ মঞ্চ বলেই মনে করা হচ্ছে। লোড ম্যানেজমেন্ট ও চোটের কারণে কিউইদের প্রথম সারির বেশিরভাগ বোলার এই সিরিজে অনুপস্থিত। ফলে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ, বিশেষ করে বিরাট কোহলি, বড় রান করার সুযোগ পেতে পারেন। ক্রিকেটপ্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরও এক স্মরণীয় কোহলি অধ্যায়ের জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 7:03 PM IST










