Sawan Somvar: হর হর মহাদেব, শ্রাবণের শেষ সোমবার, রাত ২টো থেকেই খুলে গেল বক্রেশ্বরের গর্ভগৃহ, মহাদেবের মাথায় জল ঢালতে উপচে পড়ল ভিড়

Last Updated:
প্রতিবছরের মতো এ বছরও শ্রাবণ মাসের শেষ সোমবার বক্রেশ্বর যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে ভক্তি ও ভিড় একসঙ্গে মিশে গেছে অনন্য আয়োজনের আবহে
1/5
বীরভূম, দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বরে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্ত সমুদ্র উপচে পড়ল। পুণ্যলাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার শিবভক্ত সোমবার ভোর থেকেই ভিড় জমাতে থাকেন বাবা বক্রনাথের দর্শনে।
বীরভূম, দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বরে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্ত সমুদ্র উপচে পড়ল। পুণ্যলাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার শিবভক্ত সোমবার ভোর থেকেই ভিড় জমাতে থাকেন বাবা বক্রনাথের দর্শনে।
advertisement
2/5
ভিড় সামাল দিতে বক্রেশ্বর মন্দির কমিটি ও পুলিশ প্রশাসন রাত ২টা থেকেই খুলে দেয় শিবমন্দিরের গর্ভগৃহ। ভক্তদের সুবিধার্থে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রাখা হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ভিড় সামাল দিতে বক্রেশ্বর মন্দির কমিটি ও পুলিশ প্রশাসন রাত ২টা থেকেই খুলে দেয় শিবমন্দিরের গর্ভগৃহ। ভক্তদের সুবিধার্থে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রাখা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
দীর্ঘ সময় ধরে পূজোর সুযোগ নেই, বাবার মাথায় জল ও বিল্বপত্র অর্পণের পর ভক্তদের দ্রুত বেরিয়ে আসতে হচ্ছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
দীর্ঘ সময় ধরে পুজোর সুযোগ নেই, বাবার মাথায় জল ও বিল্বপত্র অর্পণের পর ভক্তদের দ্রুত বেরিয়ে আসতে হচ্ছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
দুবারাজপুর থানার পক্ষ থেকে সর্বক্ষণ নজরদারির জন্য বিশেষ পুলিশ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বর ও আশপাশের এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
দুবারাজপুর থানার পক্ষ থেকে সর্বক্ষণ নজরদারির জন্য বিশেষ পুলিশ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বর ও আশপাশের এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
প্রতিবছরের মতো এ বছরও শ্রাবণ মাসের শেষ সোমবার বক্রেশ্বর যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে ভক্তি ও ভিড় একসঙ্গে মিশে গেছে অনন্য আয়োজনের আবহে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
প্রতিবছরের মতো এ বছরও শ্রাবণ মাসের শেষ সোমবার বক্রেশ্বর যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়, যেখানে ভক্তি ও ভিড় একসঙ্গে মিশে গেছে অনন্য আয়োজনের আবহে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement