রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আর ছুটতে হবে না সুন্দরবন...! এবার দেখা মিলবে হাতের কাছেই, বিশাল ব্যবস্থা গড়চুমুক মিনি জু'তে

Last Updated:
গত বছর হিগুয়ান, এবার আসতে চলেছে লেপার্ড ও রয়েল রয়্যাল টাইগার, ফলে আরও আকর্ষণীয় হতে চলেছে গড়চুমুক চিড়িয়াখানা
1/5
গড়চুমুক চিড়িয়াখানায় বাঘ! গত কয়েক বছরে গড়চুমুক মিনি জু'তে আকর্ষণ বেড়েছে জেলার মানুষের। রাজ্য সরকারের উদ্যোগে এই চিড়িয়াখানাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার গড়চুমুকে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার আসতে চলেছে।
গড়চুমুক চিড়িয়াখানায় বাঘ! গত কয়েক বছরে গড়চুমুক মিনি জু'তে আকর্ষণ বেড়েছে জেলার মানুষের। রাজ্য সরকারের উদ্যোগে এই চিড়িয়াখানাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার গড়চুমুকে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার আসতে চলেছে।
advertisement
2/5
গড়চুমুক মিনি জু'তে হরিণ নীলগাই সজারু সারস কুমির অজগর সহ বিভিন্ন পাখি কচ্ছপ তো ছিলই। আরো মানুষের আকর্ষণ বাড়াতে গতবছর কয়েকটি হিগুয়ানা আনা হয়। এবার গড়চুমুক মিনি জু'র আরও আকর্ষণ বাড়াতে বাঘ সহ বিভিন্ন প্রাণী রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই খবর জানাজানি হতেই দারুন উৎসাহ মানুষের মধ্যে।
গড়চুমুক মিনি জু'তে হরিণ, নীলগাই, সজারু, সারস, কুমির, অজগর সহ বিভিন্ন পাখি, কচ্ছপ তো ছিলই। আরও মানুষের আকর্ষণ বাড়াতে গতবছর কয়েকটি হিগুয়ানা আনা হয়। এবার গড়চুমুক মিনি জু'র আরও আকর্ষণ বাড়াতে বাঘ সহ বিভিন্ন প্রাণী রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই খবর জানাজানি হতেই দারুণ উৎসাহ মানুষের মধ্যে।
advertisement
3/5
এবার গড়চুমুক মিনি জু'র একটি অনুষ্ঠানে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার আসার খবর আর জোরদার হয়।রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় এ বিষয়ে জানান খুব শীঘ্রই গড়চুমুক মিনি জু আরও সমৃদ্ধ হচ্ছে। এখানে আসতে চলেছে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার।
এবার গড়চুমুক মিনি জু'র একটি অনুষ্ঠানে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার আসার খবর আর জোরদার হয়। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় এ বিষয়ে জানান, খুব শীঘ্রই গড়চুমুক মিনি জু আরও সমৃদ্ধ হচ্ছে। এখানে আসতে চলেছে লেপার্ড ও রয়েল বেঙ্গল টাইগার।
advertisement
4/5
এবার আরও আকর্ষণীয় গড়চুমুক চিড়িয়াখানা। এখানে প্রাণীদের তালিকা আরও সমৃদ্ধ হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই লেপার্ড , হায়না এবং দু'টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হচ্ছে।
এবার আরও আকর্ষণীয় গড়চুমুক চিড়িয়াখানা। এখানে প্রাণীদের তালিকা আরও সমৃদ্ধ হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই লেপার্ড , হায়না এবং দু'টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হচ্ছে।
advertisement
5/5
দীর্ঘ অপেক্ষার পর সাধারণ মানুষের জন্য গড়চুমুক চিড়িয়াখানার প্রবেশ অধিকারে ছাড়পত্র মেলে। নতুনভাবে সাজান চিড়িয়াখানা ভীষণভাবে নজর কেড়েছে মানুষের। আরও বেশি জীবজন্তু এবং কয়েকশো মিটার প্রকৃতির পথ। এত দিন চিরখানায় আসা মানুষ বাঘের জন্য সংরক্ষিত স্থান দেখেই সন্তুষ্ট হতে হত। সেখানে এবার দেখা যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। স্বাভাবিকভাবে জেলার মানুষ খুশি।
দীর্ঘ অপেক্ষার পর সাধারণ মানুষের জন্য গড়চুমুক চিড়িয়াখানার প্রবেশ অধিকারে ছাড়পত্র মেলে। নতুনভাবে সাজান চিড়িয়াখানা ভীষণভাবে নজর কেড়েছে মানুষের। আরও বেশি জীবজন্তু এবং কয়েকশো মিটার প্রকৃতির পথ। এত দিন চিরখানায় আসা মানুষ বাঘের জন্য সংরক্ষিত স্থান দেখেই সন্তুষ্ট হতে হত। সেখানে এবার দেখা যাবে রয়্যাল
বেঙ্গল টাইগার। স্বাভাবিকভাবে জেলার মানুষ খুশি।
advertisement
advertisement
advertisement