Rath Yatra 2025 Special Train: রথে পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না? চিন্তা নেই, ৭ জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল টাইমটেবিল
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Rath Yatra 2025 Special Train: পুরীর টিকিট পাননি, চিন্তা নেই, সুযোগ করে দিচ্ছে রেল, সাতজোড়া আপ ডাউন স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা।
*আগামী সপ্তাহে রথযাত্রা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে অন্যতম। এই রথযাত্রায় সকলেরই প্রধান ডেস্টিনেশন থাকে পুরীর জগন্নাথ ধাম। তবে প্রায় দু'মাস আগে থেকেও টিকিট কেটে অনেকেই পান না। তবেই এবার তীর্থযাত্রায় যাতে কোনও অসুবিধা না হয়, তাই তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে ছাড়বে এই স্পেশ্যাল ট্রেনগুলি, থামবে বিশেষ বিশেষ একাধিক স্টেশনে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সাত জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল। সাঁতরাগাছি-পুরি-সাঁতরাগাছি (08037/08038) স্পেশ্যাল ট্রেন চলবে। ২৫ জুন এবং ৩ জুলাই সাঁতরাগাছি থেকে বিকেল ৪:৪০ এ ছাড়বে এই ট্রেন। পুরি থেকে ২৮ জুন এবং ৬ জুলাই মধ্যরাত্রি ১২.১৫ তে ছেড়ে আসবে সাঁতরাগাছির উদ্দেশ্যে। খড়গপুর ডিভিশনের অন্তর্গত বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, রুপসা, বালেশ্বর, সোরো, মারকোনা স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। এছাড়াও একাধিক স্টপেজ রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
