Rath Yatra 2025 Special Train: রথে পুরী যাওয়ার টিকিট পাচ্ছেন না? চিন্তা নেই, ৭ জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল টাইমটেবিল

Last Updated:
Rath Yatra 2025 Special Train: পুরীর টিকিট পাননি, চিন্তা নেই, সুযোগ করে দিচ্ছে রেল, সাতজোড়া আপ ডাউন স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা।
1/7
*আগামী সপ্তাহে রথযাত্রা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে অন্যতম। এই রথযাত্রায় সকলেরই প্রধান ডেস্টিনেশন থাকে পুরীর জগন্নাথ ধাম। তবে প্রায় দু'মাস আগে থেকেও টিকিট কেটে অনেকেই পান না। তবেই এবার তীর্থযাত্রায় যাতে কোনও অসুবিধা না হয়, তাই তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি। 
*আগামী সপ্তাহে রথযাত্রা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে অন্যতম। এই রথযাত্রায় সকলেরই প্রধান ডেস্টিনেশন থাকে পুরীর জগন্নাথ ধাম। তবে প্রায় দু'মাস আগে থেকেও টিকিট কেটে অনেকেই পান না। তবেই এবার তীর্থযাত্রায় যাতে কোনও অসুবিধা না হয়, তাই তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করল ভারতীয় রেল। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার উদ্যোগে রথযাত্রা উপলক্ষে চলবে একাধিক স্পেশাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা। রথযাত্রা উপলক্ষে প্রায় ৭ জোড়া স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। স্বাভাবিকভাবে এবার রথের দিনে পরিযাত্রা অসুবিধা হবে না সাধারণ তীর্থযাত্রীদের। সংগৃহীত ছবি। 
*দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার উদ্যোগে রথযাত্রা উপলক্ষে চলবে একাধিক স্পেশাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা। রথযাত্রা উপলক্ষে প্রায় ৭ জোড়া স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। স্বাভাবিকভাবে এবার রথের দিনে পরিযাত্রা অসুবিধা হবে না সাধারণ তীর্থযাত্রীদের। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে ছাড়বে এই স্পেশ্যাল ট্রেনগুলি, থামবে বিশেষ বিশেষ একাধিক স্টেশনে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সাত জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল। সাঁতরাগাছি-পুরি-সাঁতরাগাছি (08037/08038) স্পেশ্যাল ট্রেন চলবে। ২৫ জুন এবং ৩ জুলাই সাঁতরাগাছি থেকে বিকেল ৪:৪০ এ ছাড়বে এই ট্রেন। পুরি থেকে ২৮ জুন এবং ৬ জুলাই মধ্যরাত্রি ১২.১৫ তে ছেড়ে আসবে সাঁতরাগাছির উদ্দেশ্যে। খড়গপুর ডিভিশনের অন্তর্গত বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, রুপসা, বালেশ্বর, সোরো, মারকোনা স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। এছাড়াও একাধিক স্টপেজ রয়েছে। সংগৃহীত ছবি। 
*বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে ছাড়বে এই স্পেশ্যাল ট্রেনগুলি, থামবে বিশেষ বিশেষ একাধিক স্টেশনে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সাত জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে ভারতীয় রেল। সাঁতরাগাছি-পুরি-সাঁতরাগাছি (08037/08038) স্পেশ্যাল ট্রেন চলবে। ২৫ জুন এবং ৩ জুলাই সাঁতরাগাছি থেকে বিকেল ৪:৪০ এ ছাড়বে এই ট্রেন। পুরি থেকে ২৮ জুন এবং ৬ জুলাই মধ্যরাত্রি ১২.১৫ তে ছেড়ে আসবে সাঁতরাগাছির উদ্দেশ্যে। খড়গপুর ডিভিশনের অন্তর্গত বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, রুপসা, বালেশ্বর, সোরো, মারকোনা স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। এছাড়াও একাধিক স্টপেজ রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*বাংরিপোসি-পুরী-বাংরিপোসি (08381/08382) মেমু স্পেশ্যাল। ২৬ জুন এবং ৪ জুলাই বালেশ্বর থেকে এই ট্রেন। ২৬ জুন এবং ৪ জুলাই বালেশ্বর-পুরী-বালেশ্বর মেমু স্পেশ্যাল ট্রেন চালান হবে খড়গপুর ডিভিশনে তরফে। সংগৃহীত ছবি। 
*বাংরিপোসি-পুরী-বাংরিপোসি (08381/08382) মেমু স্পেশ্যাল। ২৬ জুন এবং ৪ জুলাই বালেশ্বর থেকে এই ট্রেন। ২৬ জুন এবং ৪ জুলাই বালেশ্বর-পুরী-বালেশ্বর মেমু স্পেশ্যাল ট্রেন চালান হবে খড়গপুর ডিভিশনে তরফে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*২৫ জুন এবং ৪ জুলাই রাউরকেল্লা-পুরী-রাউরকেল্লা রথযাত্রা স্পেশ্যাল ট্রেন চালান হবে। শুধু তাই নয় ঘাটশিলা কিংবা ঝাড়গ্রাম থেকেও পুরীযাবার জন্য বিশেষ বন্দোবস্ত করছে ভারতীয় রেল দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন। সংগৃহীত ছবি। 
*২৫ জুন এবং ৪ জুলাই রাউরকেল্লা-পুরী-রাউরকেল্লা রথযাত্রা স্পেশ্যাল ট্রেন চালান হবে। শুধু তাই নয় ঘাটশিলা কিংবা ঝাড়গ্রাম থেকেও পুরীযাবার জন্য বিশেষ বন্দোবস্ত করছে ভারতীয় রেল দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশন। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বাদাম পাহাড়-পুরী-বাদাম পাহাড় স্পেশ্যাল ট্রেন চালান হবে ২৫ জুন এবং ৪ জুলাই। এ ছাড়াও বিরামিত্রপুর-পুরী-বিরামিত্রপুর এবং বারবিল পুরী বারবিল রথযাত্রার স্পেশ্যাল ট্রেন চালান হবে ২৫ জুন এবং ৪ জুলাই। সংগৃহীত ছবি। 
*বাদাম পাহাড়-পুরী-বাদাম পাহাড় স্পেশ্যাল ট্রেন চালান হবে ২৫ জুন এবং ৪ জুলাই। এ ছাড়াও বিরামিত্রপুর-পুরী-বিরামিত্রপুর এবং বারবিল পুরী বারবিল রথযাত্রার স্পেশ্যাল ট্রেন চালান হবে ২৫ জুন এবং ৪ জুলাই। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*সাত জোড়া ট্রেন দু-দফায় যাতায়াত করবে নির্দিষ্ট স্টেশন থেকে। ফলত সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশনের। রেলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলের। সংগৃহীত ছবি।
*সাত জোড়া ট্রেন দু-দফায় যাতায়াত করবে নির্দিষ্ট স্টেশন থেকে। ফলত সাধারণ মানুষের কথা ভেবে সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশনের। রেলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলের। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement