Joydeep Karmakar Shooting Academy: আন্তর্জাতিক মানের শুটিং প্রশিক্ষণ এবার হাতের মুঠোয়! চালু হল জয়দীপ কর্মকারের অ্যাকাডেমি

Last Updated:
শুটিং অনুরাগীদের জন্য নতুন ঠিকানা জয়দীপ কর্মকার শুটিং অ্যাকাডেমি
1/6
জেলার ক্রীড়া ক্ষেত্রে এবার জুড়লো নতুন পালক। বাবলাতলায় শুটিং অনুরাগীদের জন্য নতুন ঠিকানা। উদ্বোধন হল জয়দীপ কর্মকার শুটিং একাডেমির
জেলার ক্রীড়া ক্ষেত্রে এবার জুড়ল নতুন পালক। বাবলাতলায় শুটিং অনুরাগীদের জন্য নতুন ঠিকানা। উদ্বোধন হল জয়দীপ কর্মকার শুটিং অ্যাকাডেমির।
advertisement
2/6
রাইফেল শুটিংয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বাবলাতলায় যাত্রা শুরু করল
রাইফেল শুটিংয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বাবলাতলায় যাত্রা শুরু করল 'জয়দীপ কর্মকার শুটিং অ্যাকাডেমি'। বিশিষ্ট রাইফেল শুটার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকারের উদ্যোগে এই শুটিং এঅ্যাকাডেমি ঘিরে দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
advertisement
3/6
একাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার কর্ণেল নভেন্দ্র সিং পল, মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী ও আরাত্রিকা ভট্টাচার্য
এঅ্যাকাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার কর্ণেল নভেন্দ্র সিং পল, মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী ও আরাত্রিকা ভট্টাচার্য।
advertisement
4/6
অনুষ্ঠানে জয়দীপ কর্মকার জানান, বাংলায় শুটিং স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারে না। এই একাডেমির মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ মিলবে
অনুষ্ঠানে জয়দীপ কর্মকার জানান, বাংলায় শুটিং স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারে না। এই অ্যাকাডেমির মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ মিলবে।
advertisement
5/6
নতুন প্রজন্মকে পেশাদার রাইফেল শুটিংয়ে উৎসাহিত করতে এই একাডেমিতে থাকবে আধুনিক শুটিং রেঞ্জ, অভিজ্ঞ প্রশিক্ষক, এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থাও
নতুন প্রজন্মকে পেশাদার রাইফেল শুটিংয়ে উৎসাহিত করতে এই অ্যাকাডেমিতে থাকবে আধুনিক শুটিং রেঞ্জ, অভিজ্ঞ প্রশিক্ষক এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ব্যবস্থাও।
advertisement
6/6
স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে একাডেমি ঘিরে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। আশা করা হচ্ছে, এই একাডেমি থেকে আগামী দিনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের শুটার উঠে আসবে
স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে অ্যাকাডেমি ঘিরে প্রবল আগ্রহ দেখা গিয়েছে। আশা করা হচ্ছে, এই অ্যাকাডেমি থেকে আগামী দিনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের শুটার উঠে আসবে।
advertisement
advertisement
advertisement