Monsoon Hobby Camp: খুদে পড়ুয়াদের আকর্ষণীয় সব কীর্তি! বালসা কাঠ, কাগজ দিয়ে বানাল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট...

Last Updated:
Monsoon Hobby Camp: প্লেন ওড়ানোর প্রাথমিক পাঠ পেল দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির প্রায় ৫০ জন খুদে ছাত্র-ছাত্রী। খুদের হাতেই তৈরি হল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট সহ প্যারাসুটও!
1/6
খুদের হাতেই তৈরি হল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট সহ প্যারাসুটও! গোবরডাঙ্গা রেনেসাঁ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আয়োজিত হল এক বিশেষ এ্যারোমডেলিং ওয়ার্কশপ
খুদের হাতেই তৈরি হল গ্লাইডার, ফাইটার প্লেন, জেট সহ প্যারাসুটও! গোবরডাঙ্গা রেনেসাঁ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আয়োজিত হল এক বিশেষ এ্যারোমডেলিং ওয়ার্কশপ।
advertisement
2/6
যেখানে প্লেন ওড়ানোর প্রাথমিক পাঠ পেল দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির প্রায় ৫০ জন খুদে ছাত্র-ছাত্রী
যেখানে প্লেন ওড়ানোর প্রাথমিক পাঠ পেল দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির প্রায় ৫০ জন খুদে ছাত্র-ছাত্রী।
advertisement
3/6
‘মনসুন হবি ক্যাম্প’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মশালায় খুদে পড়ুয়ারা নিজেরাই হাতে কলমে তৈরি করল বিভিন্ন ধরনের প্লেনের মডেল
‘মনসুন হবি ক্যাম্প’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মশালায় খুদে পড়ুয়ারা নিজেরাই হাতেকলমে তৈরি করল বিভিন্ন ধরনের প্লেনের মডেল। কাগজ ও বালসা কাঠ ব্যবহার করে।
advertisement
4/6
কাগজ ও বালসা কাঠ ব্যবহার করে। শুধু প্লেন তৈরি করাই নয়, শেখানো হল কীভাবে সেগুলি ব্যালেন্স করতে হয়, ওড়াতে হয়, এমনকি কোথাও কোথাও প্রোগ্রামিং করেও নিয়ন্ত্রণ করা যায়—যা বাস্তবে পাইলটরা প্লেন চালানোর সময় ব্যবহার করেন
শুধু প্লেন তৈরি করাই নয়, শেখানো হল কীভাবে সেগুলি ব্যালেন্স করতে হয়, ওড়াতে হয়, এমনকি কোথাও কোথাও প্রোগ্রামিং করেও নিয়ন্ত্রণ করা যায়—যা বাস্তবে পাইলটরা প্লেন চালানোর সময় ব্যবহার করেন।
advertisement
5/6
ওয়ার্কশপের শেষে প্রতিটি শিশু তার নিজের হাতে তৈরি করা মডেল উপহার হিসেবে নিয়ে গেলেন বাড়ি, যা তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করে মডেল গুলি
ওয়ার্কশপের শেষে প্রতিটি শিশু তার নিজের হাতে তৈরি করা মডেল উপহার হিসেবে নিয়ে গেলেন বাড়ি, যা তাদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাহায্য করে মডেলগুলি।
advertisement
6/6
পার্থ ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত এই কর্মশালায় শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, মোবাইলের যুগে, আসক্তি ছেড়ে এই ধরনের উদ্যোগের মাধ্যমে খুব অল্প বয়স থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ
পার্থ ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত এই কর্মশালায় শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, মোবাইলের যুগে, আসক্তি ছেড়ে এই ধরনের উদ্যোগের মাধ্যমে খুব অল্প বয়স থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement