Train Cancelation: টাটা রুটে যাওয়ার প্ল্যান? খড়গপুর ডিভিশনের বাতিল একাধিক ট্রেন, তালিকা জেনে বেরোবেন

Last Updated:
দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল নিয়ে ভোগান্তির শেষ নেই। ফের খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল খড়গপুর ডিভিশন। উৎসবের মরশুমে আরও ১০টি ট্রেন বাতিল হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
1/6
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: উৎসবের মরশুমে ফের একাধিক ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি জারি করে জানাল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। খড়গপুর ডিভিশনের খড়্গপুর টাটা রুটে পাঁচজোড়া ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। (রঞ্জন চন্দ)
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: উৎসবের মরশুমে ফের একাধিক ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি জারি করে জানাল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। খড়গপুর ডিভিশনের খড়্গপুর টাটা রুটে পাঁচজোড়া ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। (রঞ্জন চন্দ)
advertisement
2/6
বেশ কয়েকটি মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। দিন কয়েক আগে হাওড়া খড়গপুর রুটে কোলাঘাটে বিশেষ উন্নয়নমূলক কাজের জন্য প্রায় শতাধিক ট্রেন বাতিল করেছিল দক্ষিণ-পূর্ব রেল। তবে ফের রেল বাতিলের সিদ্ধান্ত। সমস্যায় পড়তে পারে যাত্রীরা।
বেশ কয়েকটি মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। দিন কয়েক আগে হাওড়া খড়গপুর রুটে কোলাঘাটে বিশেষ উন্নয়নমূলক কাজের জন্য প্রায় শতাধিক ট্রেন বাতিল করেছিল দক্ষিণ-পূর্ব রেল। তবে ফের রেল বাতিলের সিদ্ধান্ত। সমস্যায় পড়তে পারে যাত্রীরা।
advertisement
3/6
দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল নিয়ে ভোগান্তির শেষ নেই। ফের খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল খড়গপুর ডিভিশন। উৎসবের মরশুমে আরও ১০টি ট্রেন বাতিল হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল নিয়ে ভোগান্তির শেষ নেই। ফের খড়্গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল খড়গপুর ডিভিশন। উৎসবের মরশুমে আরও ১০টি ট্রেন বাতিল হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
advertisement
4/6
কোলাঘাট স্টেশনের ইয়ার্ডের আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং- এর কাজের জন্য এমনিতেই ২ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে এবার খড়গপুর থেকে টাটা রুটে মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে
কোলাঘাট স্টেশনের ইয়ার্ডের আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং- এর কাজের জন্য এমনিতেই ২ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে এবার খড়গপুর থেকে টাটা রুটে মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে
advertisement
5/6
রেল সূত্রে জানান হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮), খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪), খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮), খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬) ফ্রেন্ড বাতিল করা হয়েছে। আগেভাগেই বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানান হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর-টাটা লাইনে ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮), খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪), খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮), খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬) ফ্রেন্ড বাতিল করা হয়েছে। আগেভাগেই বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
6/6
দুর্গা পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের মরশুম। এর মাঝেই পরপর বিভিন্ন রুটে বাতিলের কারণে বেশ সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।
দুর্গা পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের মরশুম। এর মাঝেই পরপর বিভিন্ন রুটে বাতিলের কারণে বেশ সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।
advertisement
advertisement
advertisement