Lakshmi Puja 2021: 'ভিলেন' বৃষ্টির দাপট! লক্ষ্মীপুজোয় ফল-সব্জি আকাশ ছোঁয়া, বাজারে কাটছাঁট বাঙালির...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lakshmi Puja 2021: লক্ষ্মীপুজোয় ফল-আনাজপাতির দর শুনে নামমাত্র বাজার সেরেই ব্যাজার মুখে ঘরে ফিরছেন বাঙালি।
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যে থেকেই শুরু হবে পূর্ণিমা, তাই মঙ্গল ও বুধবার এই দুদিনই আরাধনা হবে লক্ষ্মীর। তার উপর করণা আবহ ও নিম্নচাপের জেরে গত বছরের তুলনায় এবছরে প্রতিমা দাম বেড়েছে। সুতরাং যত দ্রুত প্রতিমাগুলি বিক্রি করা যায় সেই আশা নিয়ে অপেক্ষায় প্রতিমা শিল্পীরা। লক্ষী প্রতিমা কিনতে গিয়ে পকেটে টান পরছে মধ্যবিত্ত বাঙালিদের। তা সত্ত্বেও লক্ষী পুজো করার তাগদে অধিক দাম দিয়ে বাধ্য হচ্ছে কিনতে লক্ষী প্রতিমা।
advertisement
advertisement
করোনা আবহে গত বছর পুজোর বাজার তেমন জমেনি। চলতি বছর আশায় বুক বেঁধেছেন দোকানিরা। তবে নিম্নচাপের বৃষ্টি তাতেও জল ঢেলে দিয়েছে। পূর্ব বর্ধমানের বাজারে গত বছরের তুলনায় এ বার লক্ষ্মীপ্রতিমার দাম বেশ বেড়েছে। ছোট মূর্তিই ১০০ টাকার আশপাশে। বড় আকারের সাজের প্রতিমার দাম ৬০০-৮০০। খড়ের মূর্তির দর আরও বেশি। তবে ফলের দর তেমন বাড়েনি বলে দোকানিদের দাবি।
advertisement
তাতেও স্বস্তি নেই ক্রেতাদের। আপেল বা নাসপাতি ৮০ থেকে ১০০ টাকা। কলা ৪০ থেকে ৫০ টাকা প্রতি ডজন। শাঁকালু প্রতি কেজি ১০০ টাকা। শশা এবং খেজুর কেজি প্রতি যথাক্রমে ৫০-৬০ ও ১২০ টাকা। ফল-আনাজপাতির দর শুনে নামমাত্র বাজার সেরেই ব্যাজার মুখে ঘরে ফিরছেন বাঙালি। তবে বিক্রেতাদের অনেকেই মনে করছেন বৃষ্টি ধরলেই ক্রেতারা বাজারে আসবেন। বাঙালির লক্ষ্মীলাভের আশায় জল ঢালতে পারবে না এই নিম্নচাপের বৃষ্টি।