বৃষ্টির তাণ্ডব, বিপর্যয়ের ছবি ঝালদায়! নষ্ট চাল-ডাল, ক্ষতির অঙ্ক লাখে! পাহাড়ি স্রোতে তছনছ জনজীবন

Last Updated:
তীব্র বর্ষণের জেরে জলমগ্ন আইসিডিএস সেন্টার , লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!
1/6
ঝালদা , পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : টানা ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। ‌এবার প্রবল বর্ষণের ফলে বিচ্ছিন্ন ঝালদার পৌরসভার দু-নম্বর ওয়ার্ডের চুনাভাটি এলাকা। ‌বিপর্যস্ত জীবনযাত্রা।
ঝালদা , পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : টানা ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। ‌এবার প্রবল বর্ষণের ফলে বিচ্ছিন্ন ঝালদা পৌরসভার দু-নম্বর ওয়ার্ডের চুনাভাটি এলাকা। ‌বিপর্যস্ত জীবনযাত্রা।
advertisement
2/6
পাহাড়ি স্রোত ও ঝালদা শহরের হাইড্রেনের জল মিলেমিশে এলাকায় তৈরি হচ্ছে জলোচ্ছ্বাস। যার ফলে ভেঙে পড়ছে রাস্তা ও বৈদ্যুতিক খুঁটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এলাকায়। ‌ জলে ডুবে গিয়েছে বড় গাড়ি, টোটো। ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
পাহাড়ি স্রোত ও ঝালদা শহরের হাইড্রেনের জল মিলেমিশে এলাকায় তৈরি হচ্ছে জলোচ্ছ্বাস। যার ফলে ভেঙে পড়ছে রাস্তা ও বৈদ্যুতিক খুঁটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এলাকায়। ‌ জলে ডুবে গিয়েছে বড় গাড়ি, টোটো।ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
এলাকার আইসিডিএস সেন্টারের গুদামে ঢুকে গিয়েছে জল। চাল ডাল সহ কয়েক লক্ষ টাকার খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে এর ফলে। ‌ এ বিষয়ে স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত মন্ডল বলেন , অতিসত্বর প্রশাসন এর জন্য ব্যবস্থা গ্রহণ করুক। না হলে যে-কোনও সময় বড়সড় দুস-র্ঘটনা ঘটতে পারে। ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
এলাকার আইসিডিএস সেন্টারের গুদামে ঢুকে গিয়েছে জল। চাল ডাল সহ কয়েক লক্ষ টাকার খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে এর ফলে। ‌ এ বিষয়ে স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত মন্ডল বলেন , অতিসত্ত্বর প্রশাসন এর জন্য ব্যবস্থা গ্রহণ করুক। না হলে যে-কোনও সময় বড়সড় দুস-র্ঘটনা ঘটতে পারে।ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন ঝালদা পৌরসভার উপ-পৌরপ্রধান সুদীপ কর্মকার ও ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু। ঘুরে দেখেন আইসিডিএস সেন্টারও। ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন ঝালদা পৌরসভার উপ-পৌরপ্রধান সুদীপ কর্মকার ও ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু। ঘুরে দেখেন আইসিডিএস সেন্টারও।ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এ বিষয়ে উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার বলেন, বিপর্যয় মোকাবিলা দল ও দমকল কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
এ বিষয়ে উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার বলেন, বিপর্যয় মোকাবিলা দল ও দমকল কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
এই প্রবল ঝড় বৃষ্টির কারণে ঝালদার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। ‌সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ‌ যদিও পরিস্থিতি অনুসারে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে প্রশাসনকে। ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
এই প্রবল ঝড় বৃষ্টির কারণে ঝালদার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। ‌সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ‌ যদিও পরিস্থিতি অনুসারে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে প্রশাসনকে।ছবি ও তথ্য সংগ্রহে‌‌ - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
advertisement