IMD Weather Update: গতি হারিয়েছে মৌসুমী বায়ু! বঙ্গে বর্ষা ঢুকবে কবে? নতুন দিনক্ষণ জানাল হাওয়া অফিস, নিম্নচাপ নিয়েও ফের বড় আপডেট
- Published by:Ankita Tripathi
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: এ বছর আন্দামানে আগেই এসেছে বর্ষা। একই গতিতে কেরলেও আগাম বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ গতি বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখায়।
advertisement
advertisement
আন্দামানে আগে বর্ষা এলেই মনে করা হয় ভারতের মূল ভূখণ্ডেও বর্ষা আগে আসতে পারে! আবার কেরলে আগাম বর্ষা হলেই যে বাংলায় তথা কলকাতায় আগে বর্ষা আসবে এমন কোনও নিয়ম নেই আবহাওয়ার পরিভাষায়। অনেক সময় দেখা গিয়েছে কেরলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসে হাজির হয়েছে। কিন্তু বাংলার পথে দেরী হয়েছে বর্ষার।
advertisement
জুন মাসের প্রায় শেষে কলকাতায় বর্ষা এসেছে এমন নজির অমিল নয়। কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু দুই সপ্তাহের মধ্যেই কলকাতায় বর্ষা এসেছে এমন নজির যেমন আছে। তেমনি কেরলে বর্ষা এসেছে তার এক মাসেও কলকাতায় বর্ষা আসেনি এমন নজরেও অমিল নয়। অন্তত ভারতের মৌসম ভবনের তথ্য অনুসন্ধান করলে এইরকম তথ্য উঠে এসেছে।
advertisement
advertisement
একবার ভারতের মৌসম ভবন বা আবহাওয়া দফতরের গত কয়েক বছরের তথ্যানুসন্ধান দেখা যাক। কেরলে বর্ষা কবে পৌঁছেছিল আর দক্ষিণবঙ্গেই বা কবে এসে পৌঁছল। এখানে উল্লেখ্য আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ থেকে ২১ মে বর্ষা আসে। কেরলে বর্ষা আসে ১ জুন। উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়িতে বর্ষা ঢোকে ৮ জুন। আর দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতায় বর্ষা আসার নির্ধারিত সময়ে ১০ই জুন।
advertisement
advertisement
advertisement
২০০৯ সালে ২৩ শে মে বর্ষা এসেছিল কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসে ২৮শে জুন। ২০১০ সালে ৩১ শে মে বর্ষা আসে কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ১৭ই জুন। ২০১১ সালে ২৯ শে মে বর্ষা এসেছিল কেরলে কিন্তু বাংলায় দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১৪ই জুন। ২০১৭ সালে ৩০ শে মে বর্ষায় এসেছিল কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসতে ১৫ ই জুন হয়ে যায়।
advertisement







