হাওড়া স্টেশনের বিকল্প হতে চলেছে সাঁতরাগাছি স্টেশন... এই তিন জায়গার বাসিন্দাদের হতে চলেছে বিরাট সুবিধা

Last Updated:
হাওড়া থেকে প্রতিদিন হাওড়া-মেদিনীপুর লোকাল থেকে শুরু করে খড়গপুর এমনকি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম লোকাল যাতাযাত করে। এবার হাওড়া স্টেশন থেকে যাত্রীর চাপ কমাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন।
1/5
হাওড়া স্টেশনের বিকল্প হতে চলেছে সাঁতরাগাছি। ঢেলে সাজানো হচ্ছে জাতীয় সড়ক। যাত্রী প্রতীক্ষালয় থেকে একাধিক সুবিধা সংযোজন করা হয়েছে যাত্রী সাচ্ছন্দের দিকে গুরুত্ব দিয়ে।
হাওড়া স্টেশনের বিকল্প হতে চলেছে সাঁতরাগাছি। ঢেলে সাজানো হচ্ছে জাতীয় সড়ক। যাত্রী প্রতীক্ষালয় থেকে একাধিক সুবিধা সংযোজন করা হয়েছে যাত্রী সাচ্ছন্দের দিকে গুরুত্ব দিয়ে।
advertisement
2/5
হাওড়ার পর জেলার গুরুত্বপূর্ণ স্টেশন সাঁতরাগাছি। দক্ষিণ পূর্ব শাখার দূরপাল্লার বহু ট্রেন যাতায়াত করে এই স্টেশন হয়ে। যেভাবে স্টেশন ও প্লাটফর্ম সাজানো হয়েছে, তা দেখে স্পষ্ট সাঁতরাগাছি স্টেশন থেকে আরও কয়েকগুণ ট্রেন চলাচল বৃদ্ধি পেতে চলেছে তা স্পষ্ট।
হাওড়ার পর জেলার গুরুত্বপূর্ণ স্টেশন সাঁতরাগাছি। দক্ষিণ পূর্ব শাখার দূরপাল্লার বহু ট্রেন যাতায়াত করে এই স্টেশন হয়ে। যেভাবে স্টেশন ও প্লাটফর্ম সাজানো হয়েছে, তা দেখে স্পষ্ট সাঁতরাগাছি স্টেশন থেকে আরও কয়েকগুণ ট্রেন চলাচল বৃদ্ধি পেতে চলেছে তা স্পষ্ট।
advertisement
3/5
 হাওড়া থেকে প্রতিদিন হাওড়া-মেদিনীপুর লোকাল থেকে শুরু করে খড়গপুর এমনকি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম লোকাল যাতাযাত করে। এবার হাওড়া স্টেশন থেকে যাত্রীর চাপ কমাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন।
হাওড়া থেকে প্রতিদিন হাওড়া-মেদিনীপুর লোকাল থেকে শুরু করে খড়গপুর এমনকি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম লোকাল যাতাযাত করে। এবার হাওড়া স্টেশন থেকে যাত্রীর চাপ কমাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন।
advertisement
4/5
নতুন সাজে সাঁতরাগাছি স্টেশনে থাকছে আরও সুবিধা। সারিবদ্ধ একাধিক টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ওয়েটিং রুম এবং স্টেশন পর্যন্ত যানবাহন পৌঁছে যাবার যোগাযোগ পথ। বাইপাস এবং আন্ডারপাস। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তির সাজে সাঁতরাগাছি রেল স্টেশন। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর বিভাগের আরও গুরুত্বপূর্ণ স্টেশন রূপ পেতে চলেছে সাঁতরাগাছি। যেভাবে সাঁতরাগাছি স্টেশন সেজে উঠছে। বলা যেতে পারে দক্ষিণ-পূর্ব রেলের বিপুলসংখ্যক যাত্রী নির্ভর হয়ে উঠবে এই স্টেশন।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
নতুন সাজে সাঁতরাগাছি স্টেশনে থাকছে আরও সুবিধা। সারিবদ্ধ একাধিক টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ওয়েটিং রুম এবং স্টেশন পর্যন্ত যানবাহন পৌঁছে যাবার যোগাযোগ পথ। বাইপাস এবং আন্ডারপাস। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তির সাজে সাঁতরাগাছি রেল স্টেশন। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর বিভাগের আরও গুরুত্বপূর্ণ স্টেশন রূপ পেতে চলেছে সাঁতরাগাছি। যেভাবে সাঁতরাগাছি স্টেশন সেজে উঠছে। বলা যেতে পারে দক্ষিণ-পূর্ব রেলের বিপুলসংখ্যক যাত্রী নির্ভর হয়ে উঠবে এই স্টেশন।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
বর্তমান সময়ে হাওড়া স্টেশনে ব্যাপক যাত্রী চাপ। প্রতিদিন এক হাজারেরও বেশি ট্রেন যাতায়াত করে। হাওড়া স্টেশনে ক্রমেই বাড়ছে যাত্রীর চাপ। সেই দিক গুরুত্ব রেখে হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম সংখ্যাও বাড়ান হচ্ছে। একই সঙ্গে শালিমার এবং সাঁতরাগাছি কাছের দু'টি স্টেশনকে হাওড়ার বিকল্প হিসেবে ব্যবহার করতে প্রস্তুত করা হচ্ছে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বর্তমান সময়ে হাওড়া স্টেশনে ব্যাপক যাত্রী চাপ। প্রতিদিন এক হাজারেরও বেশি ট্রেন যাতায়াত করে। হাওড়া স্টেশনে ক্রমেই বাড়ছে যাত্রীর চাপ। সেই দিক গুরুত্ব রেখে হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম সংখ্যাও বাড়ান হচ্ছে। একই সঙ্গে শালিমার এবং সাঁতরাগাছি কাছের দু'টি স্টেশনকে হাওড়ার বিকল্প হিসেবে ব্যবহার করতে প্রস্তুত করা হচ্ছে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement