• ধীরে ধীরে বিশাল এলাকা জুড়ে বটের ঝুড়ি বিস্তৃত হতে থাকে । ১৯৬৪ ও ১৯৬৭ সালের সাইক্লোনের দাপটে ক্ষতিগ্রস্থ হয় বটের মূল কাণ্ডটি । সে সময় বিজ্ঞানীদের চেষ্টায় বটের কিছুটা কেটে ফেলে তাকে নতুন প্রাণ দেওয়া হয় । ১৯২৫ সালে মূলকাণ্ডে ছত্রাক হানা দিলে তাকে পুরোটাই উপরে ফেলতে হয়, তবে তারই মধ্যে বট তার নিজের সাম্রাজ্য বিস্তার করে ফেলে ।
• বোটানিক্যাল গার্ডেনের দায়িত্বে থাকা উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর বসন্ত সিংহের দাবি, ১৮৬৭ সালের ঝড়ে বট গাছটির মূল কাণ্ডটির কিছুটা ক্ষতি হয়েছিল । তবে এই আমফান অনেকটাই ক্ষতি করে দিল আমাদের রাজ্যের সব থেকে পুরোনো নাগরিকের । বাগান কর্তিপক্ষের দাবি, ক্ষতিগ্রস্ত অংশটিকে সরিয়ে আবার নতুন করে বট গাছটিকে তার মহিমায় ফিরিয়ে আনা হবে ।