Batasa Recipe: চিনির বাতাসা তো খেয়েছেন, এবার ট্রাই করুন গুড়ের বাতাসা, ১০ মিনিটে বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি

Last Updated:

Batasa Recipe: চিনি ভুলে এবার শীতে মুখে তুলুন গুড়ের বাতাসা। খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন এই গুড় বাতাসা ।

+
গুড়ের

গুড়ের বাতাসা 

পটাশপুর, মদন মাইতি: চিনির বাতাসা তো হামেশাই খেয়েছেন। কিন্তু শীতের দিনে যদি একবার গুড়ের বাতাসা মুখে নেন, তাহলে তো আর কথাই নেই। এই বাতাসা শুধু সুস্বাদুই নয়, কেমিক্যালবিহীন হওয়ায় স্বাস্থ্যকরও বটে। শীতের মরশুমে বাজারে গুড়ের বাতাসার চাহিদা চোখে পড়ার মত। বাজারে প্রতি কেজি গুড়ের বাতাসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। তবে আপনি চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করে‌ নিতে পারেন এই মজাদার আর সুস্বাদু গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসা দিয়ে তৈরি করা যায় গুড়ের বাতাসার চা, গুড়ের বাতাসার পায়েস কিংবা পিঠে।‌ স্বাদ আর গন্ধে ভরে উঠবে আপনার রান্নাঘর।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের অমর্ষি বাজারে পূর্ণেন্দু মাইতি এই গুড়ের বাতাসা বানিয়ে চলেছেন। তাঁর হাতের ছোঁয়ায় তৈরি গুড়ের বাতাসা এখন জেলার বাজার মাতিয়ে তুলেছে।। চার দশকেরও বেশি সময় ধরে তিনি গুড়ের বাতাসা তৈরি করে চলেছেন। দীর্ঘ অভিজ্ঞতায় তাঁর তৈরি বাতাসার স্বাদও একেবারে অনন্য। পূর্ণেন্দু মাইতির কথায়, আগের দিনে বাজারে চিনির বাতাসা বেশি জনপ্রিয় ছিল ঠিকই, কিন্তু এখন সবার স্বাস্থ্য-সচেতনতা‌ আর ভিন্ন স্বাদের কারণে গুড়ের বাতাসার চাহিদা ক্রমশ বাড়ছে। শুদ্ধ আখের গুড় ও সঠিক প্রক্রিয়ায় তৈরি হওয়ায় এই বাতাসা শুধু বড়দের নয়, বাচ্চাদের জন্যও বেশ উপকারী।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বক্রী হচ্ছে গ্রহরাজ বুধ, কর্কট -সহ ৩ রাশির কপালে দুঃখের শেষ নেই, জীবন হবে ‘নরক’
আপনি চাইলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই গুড়ের বাতাসা। এর জন্য দরকার —জল, আখের গুড়, সামান্য চিনি, একটি ছিদ্রযুক্ত পাত্র, একটি ট্রে এবং সুগার পাউডার। প্রথমে একটি কড়াইতে ১/৪ কাপ জল নিয়ে তাতে অর্ধেক কাপ চিনি ও অর্ধেক কাপ আখের গুড় দিয়ে ভালভাবে ফুটাতে হবে। ফুটতে ফুটতে যখন মিশ্রণটি আঠালো হয়ে আসবে তখন সামান্য এলাচ গুঁড়ো দিলে স্বাদ আরও বাড়ে। মিশ্রণটি ঠিক হয়েছে কিনা তা বুঝতে দুই আঙুলে নিয়ে দেখতে হয়—যদি জালের মত বা সূতার মত টান পড়ে, তাহলে বুঝতে হবে বাতাসা তৈরির পর্যায়ে মিশ্রণটি পৌঁছে গেছে। এরপর একটি ট্রেতে আগে থেকে ছড়িয়ে রাখা সুগার পাউডারের উপর ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করে একের পর এক ছোট ছোট গোলাকৃতি ঢেলে দিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন-নববর্ষেই বাম্পার ‘জ্যাকপট’…! সূর্য-মঙ্গলের রাজকীয় সংযোগে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ভাগ্য চমকাবে মেষ-সহ ৪ রাশির, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
মাত্র কয়েক মিনিটেই শুকিয়ে তৈরি হয়ে যায় মজাদার গুড়ের বাতাসা। যেকোনও সময় নাস্তার তালিকায় রাখতে পারেন এই সুস্বাদু ঐতিহ্যবাহী বাতাসা। শীতের সকালের চায়ের সঙ্গে গুড়ের বাতাসা হলে স্বাদ হবে দ্বিগুণ। আবার বিশেষ কোনও অনুষ্ঠানের মেনুতেও রাখতে পারেন সুস্বাদু গুড়ের পায়েস। শুধু খাওয়ার জন্য নয়, গুড়ের স্বাদ ও গন্ধ ধরে রাখতে এই বাতাসা দিয়ে নতুন নতুন রেসিপিও তৈরি করা যায়। ফলে শীতের আনন্দ বাড়াতে এবং সুস্বাদ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে গুড়ের বাতাসা হতে পারে সবার প্রথম পছন্দ। এই মিষ্টি শুধু স্বাদের জন্য নয়, গ্রামবাংলার ঐতিহ্যের অন্যতম ধারকও বটে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Batasa Recipe: চিনির বাতাসা তো খেয়েছেন, এবার ট্রাই করুন গুড়ের বাতাসা, ১০ মিনিটে বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement