এঁদের উৎসব শুরু হয় একাদশী থেকে! কারণ জানলে আপনিও অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
দুর্গাপুজোর সময় প্রত্যেক ঢাকি প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করেন। ভিন রাজ্যে গেলে সেই উপার্জন বেড়ে প্রায় লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায়। আর দেশের বাইরে গেলে উপার্জন আরও ভাল হয়
![আর সপ্তাহখানেক পরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই ঢাকের শব্দ। বর্তমানে পুজো যতই অত্যাধুনিকভাবে আয়োজিত হোক না কেন ঢাকের বাদ্যি আজও পুজোর প্রধান অঙ্গ। এবারের দুর্গাপুজো উপলক্ষে ইতিমধ্যেই বীরভূমের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের বহু ঢাকিদের আন্তর্জাতিক বরাত মিলেছে। কেউ যাচ্ছেন কলকাতা কেউ আবার দার্জিলিং, শিলিগুড়ি নেপাল, ভুটান, ওড়িশায়।[ছবি ও তথ্য: সৌভিক রায়] আর সপ্তাহখানেক পরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই ঢাকের শব্দ। বর্তমানে পুজো যতই অত্যাধুনিকভাবে আয়োজিত হোক না কেন ঢাকের বাদ্যি আজও পুজোর প্রধান অঙ্গ। এবারের দুর্গাপুজো উপলক্ষে ইতিমধ্যেই বীরভূমের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের বহু ঢাকিদের আন্তর্জাতিক বরাত মিলেছে। কেউ যাচ্ছেন কলকাতা কেউ আবার দার্জিলিং, শিলিগুড়ি নেপাল, ভুটান, ওড়িশায়।[ছবি ও তথ্য: সৌভিক রায়]](https://images.news18.com/static-bengali/uploads/2025/09/HYP_5423230_1606325777_5fbe9611245b5_dhaki_watermark_02092025__2.jpg?impolicy=website&width=827&height=620)