Durga Puja 2025 : মায়ের আরাধনায় 'মাতৃবন্দনা'! চোখে আঙুল দিয়ে কঠিন বাস্তব দেখাচ্ছে এই থিম, না দেখলে পুজোয় ঘোরা ব্যর্থ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Durga Puja 2025 : বর্ধমানের এই দুর্গা মন্ডপের থিম মনে করিয়ে দেই সেই বাংলার প্রবাদ বাক্য, 'কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়'। সন্তান ও অভিভাবকের কঠিন বাস্তবের প্রতিচ্ছবি।
বর্ধমানের এই দুর্গা মন্ডপের থিম মনে করিয়ে দেই সেই বাংলার প্রবাদ বাক্য "কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়"। আমাদের মাতা পিতারা ছোট থেকে কি ভাবে তাদের সন্তানদের বড় করছে এবং পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই সেই সন্তানরা মা বাবাকে পাঠাচ্ছেন বৃদ্ধাশ্রমে। নিখুঁত শিল্পকলার মধ্যে এই থিমকেই তুলে ধরেছে বর্ধমান শহরের বোরহাট সার্বজনীন দুর্গোৎসব। (চিত্র ও তথ্য : সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিমাতেও করুণা ও মাতৃস্নেহের এক স্নিগ্ধ ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যা থিমের গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যতিক্রমী উপস্থাপনা সমাজের প্রতি এক সচেতনতার বার্তা এবং আবেগময় আবেদন। পুজোর উদ্যোক্তা নীলাঞ্জন চ্যাটার্জী বলেন, আমরা বর্তমান সমাজের কঠিন বাস্তব পরিস্থিতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি থিমের মাধ্যমে। সবাই এক না হলেও অনেক সময়েই আমরা আমাদের চারপাশে এই ধরনের ঘটনা দেখতে পাই। (চিত্র ও তথ্য : সায়নী সরকার)