Durga Puja 2025 : মায়ের আরাধনায় 'মাতৃবন্দনা'! চোখে আঙুল দিয়ে কঠিন বাস্তব দেখাচ্ছে এই থিম, না দেখলে পুজোয় ঘোরা ব্যর্থ

Last Updated:
Durga Puja 2025 : বর্ধমানের এই দুর্গা মন্ডপের থিম মনে করিয়ে দেই সেই বাংলার প্রবাদ বাক্য, 'কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়'। সন্তান ও অভিভাবকের কঠিন বাস্তবের প্রতিচ্ছবি।
1/6
বর্ধমানের এই দুর্গা মন্ডপের থিম মনে করিয়ে দেই সেই বাংলার প্রবাদ বাক্য
বর্ধমানের এই দুর্গা মন্ডপের থিম মনে করিয়ে দেই সেই বাংলার প্রবাদ বাক্য "কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়"। আমাদের মাতা পিতারা ছোট থেকে কি ভাবে তাদের সন্তানদের বড় করছে এবং পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই সেই সন্তানরা মা বাবাকে পাঠাচ্ছেন বৃদ্ধাশ্রমে। নিখুঁত শিল্পকলার মধ্যে এই থিমকেই তুলে ধরেছে বর্ধমান শহরের বোরহাট সার্বজনীন দুর্গোৎসব। (চিত্র ও তথ্য : সায়নী সরকার)
advertisement
2/6
তাদের এবারের থিম ভাবনা 'সন্তান যেন থাকে দুধে ভাতে',১০ লক্ষ টাকা বাজেটের এই থিম ভাবনা মনে দাগ কাটছে ৮ থেকে ৮০ সকলের।মন্ডপের বাইরেই চোখে পড়বে এক একান্নবর্তী পরিবারের ছবি ও আলাদা আলাদা কিছু পরিবারের ছবি।
তাদের এবারের থিম ভাবনা 'সন্তান যেন থাকে দুধে ভাতে',১০ লক্ষ টাকা বাজেটের এই থিম ভাবনা মনে দাগ কাটছে ৮ থেকে ৮০ সকলের। মন্ডপের বাইরেই চোখে পড়বে এক একান্নবর্তী পরিবারের ছবি ও আলাদা আলাদা কিছু পরিবারের ছবি।
advertisement
3/6
ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে এক আবেগঘন চিত্র— এক মা তার সন্তানকে কোলে আঁকড়ে জড়িয়ে ধরে উজাড় করে দিচ্ছে তার ভালোবাসা। পাশাপাশি মা ও বাবা কিভাবে তিল তিল করে তাঁদের সন্তানকে বড় করে তুলছেন, জীবনের সব সুখ-স্বাচ্ছন্দ্য সন্তানের জন্য উজাড় করে দিচ্ছেন। সেই যত্ন, সেই ভালোবাসা মূর্ত হয়ে উঠেছে প্রতিটি শিল্পকর্মে।
ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে এক আবেগঘন চিত্র। এক সন্তানকে কোলে আঁকড়ে জড়িয়ে ধরে উজাড় করে দিচ্ছে তার ভালবাসা।মা ও বাবা কিভাবে তিল তিল করে তাঁদের সন্তানকে বড় করে তুলছেন, জীবনের সব সুখ-স্বাচ্ছন্দ্য সন্তানের জন্য উজাড় করে দিচ্ছেন। সেই যত্ন, সেই ভালবাসা মুহূর্ত হয়ে উঠেছে প্রতিটি শিল্পকর্মে।
advertisement
4/6
কিন্তু এরপরেই আসে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পালা। যে সন্তানকে ঘিরে এত স্বপ্ন, এত ত্যাগ, পরিণত বয়সে সেই সন্তানই অনেক সময় মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নয়তো বা আলাদা হয়ে যায়, সেই হৃদয়বিদারক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত শিল্পকলার মাধ্যমে। ঠিক যেন মনে পড়ে যায় নচিকেতার সেই গানের লাইনগুলি, নানানান রকম জিনিস আর আসবাব দামী দামী, সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি। ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
কিন্তু এরপরেই আসে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পালা। যে সন্তানকে ঘিরে এত স্বপ্ন, এত ত্যাগ, পরিণত বয়সে সেই সন্তানই অনেক সময় মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নয়তো বা আলাদা হয়ে যায়, সেই হৃদয়বিদারক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত শিল্পকলার মাধ্যমে।
advertisement
5/6
সমাজের এই জটিল ও কঠিন বাস্তব পরিস্থিতিকে শৈল্পিক ছোঁয়ায় তুলে ধরে বোরহাট সার্বজনীন দুর্গোৎসব কেবল একটি পুজো মণ্ডপ নয়, বরং এটি যেন সমাজের প্রতি এক সচেতনতার বার্তা, এক আবেগময় আবেদন। এই ব্যতিক্রমী উপস্থাপনা নিশ্চিতভাবেই এবারের দুর্গাপুজোর অন্যতম সেরা আকর্ষণ হয়ে থাকবে।
সমাজের এই জটিল ও কঠিন বাস্তব পরিস্থিতিকে শৈল্পিক ছোঁয়ায় তুলে ধরে বোরহাট সার্বজনীন দুর্গোৎসব কেবল একটি পুজো মণ্ডপ নয়, বরং এটি যেন সমাজের প্রতি এক সচেতনতার বার্তা, এক আবেগময় আবেদন। এই ব্যতিক্রমী উপস্থাপনা নিশ্চিতভাবেই এবারের দুর্গাপুজোর অন্যতম সেরা আকর্ষণ হয়ে থাকবে।
advertisement
6/6
প্রতিমাতেও করুণা ও মাতৃস্নেহের এক স্নিগ্ধ ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যা থিমের গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যতিক্রমী উপস্থাপনা সমাজের প্রতি এক সচেতনতার বার্তা এবং আবেগময় আবেদন। পুজোর উদ্যোক্তা নীলাঞ্জন চ্যাটার্জী বলেন,আমরা বর্তমান সমাজের কঠিন বাস্তব পরিস্থিতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি থিমের মাধ্যমে। সবাই এক না হলেও অনেক সময়ই আমরা আমাদের চারপাশে এই ধরনের ঘটনা দেখতে পাই।(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
প্রতিমাতেও করুণা ও মাতৃস্নেহের এক স্নিগ্ধ ভাব ফুটিয়ে তোলা হয়েছে, যা থিমের গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যতিক্রমী উপস্থাপনা সমাজের প্রতি এক সচেতনতার বার্তা এবং আবেগময় আবেদন। পুজোর উদ্যোক্তা নীলাঞ্জন চ্যাটার্জী বলেন, আমরা বর্তমান সমাজের কঠিন বাস্তব পরিস্থিতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি থিমের মাধ্যমে। সবাই এক না হলেও অনেক সময়েই আমরা আমাদের চারপাশে এই ধরনের ঘটনা দেখতে পাই। (চিত্র ও তথ্য : সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement