Dilip Ghosh News: জল্পনার অবসান, ২১ জুলাইয়ের মঞ্চেই থাকছেন দিলীপ ঘোষ? শুরু তোড়জোড়! মোদির সভাতে নেই, ২১ জুলাই আসলে কোন মঞ্চে দিলীপ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh News: এই দিনেই তৃণমূল থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করবে বলে বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল জানিয়েছেন।
শঙ্কর রাই, খড়গপুর: তিনি জানিয়েছিলেন একুশে জুলাই কোনও এক মঞ্চে থাকব। কোন মঞ্চ? তা স্পষ্ট হল খড়্গপুরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন কেদারনাথ মন্দিরের কাছে। বঙ্গ বিজেপির দুই শতাধিক কার্যকর্তার প্রতি শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান। খড়গপুরে হবে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা' একুশে জুলাই। আর সেখানেই থাকার কথা রয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
advertisement
advertisement
advertisement
আজ, শুক্রবার দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা৷ তার আগেই বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গিয়েছে দিলীপ ‘অঙ্ক’৷ ক’দিন আগে দিল্লি থেকে দিলীপ বার্তা দিয়েছিলেন বটে যে, তিনি দলের অনুগত৷ বলেছিলেন, ‘‘যাঁরা বঙ্গে পার্টিকে দাঁড় করিয়েছে, তাঁরা কেন দল ছাড়বে৷’’ কিন্তু, তা সত্ত্বেও ফের ১৮ এবং ২১ এই দুই জুলাইয়ের দোলাচল চলছেই৷
advertisement
advertisement
তাঁর দাবি ছিল, দলের কেন্দ্র অথবা রাজ্য নেতৃত্বের তরফে তাঁকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। দুর্গাপুরের স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়েই তিনি যাচ্ছেন — ‘আগের দিনই দুর্গাপুর চলে যাব। ওখানকার কর্মীরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চে থাকব কি না বলতে পারছি না। প্রধানমন্ত্রীর সভায় অনেক প্রোটোকল থাকে। মঞ্চে উঠতে বললে উঠব। নইলে কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনব।’
advertisement
advertisement
শুক্রবার হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ৷ কিন্তু যাওয়ার আগে বোমা ফাটিয়ে যান তিনি৷ বলেন, ‘‘দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়ত পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি। পার্টির কাজ।’’
advertisement
সম্প্রতি নড্ডা বা শাহের সফর হোক, কী বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন৷ কোনও অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ৷ তবে শমীক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে সাম্প্রতিক কালের মধ্যে প্রথম সল্টলেকের বিজেপির দফতরে পা রাখতে দেখা গিয়েছিল দিলীপকে৷ মনে করা হচ্ছিল, এবার মনে হয় দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচল বলে৷ কিন্তু, মোদির সফরের আগে ফের জটিল হয়ে গেল অঙ্ক৷