Digha: সর্বনাশ! ওল্ড দিঘায় চরম বিপত্তি! ফিরে আসছেন কাতারে কাতারে পর্যটক, কারণ জানলে আপনিও যাবেন না
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: জনপ্রিয়তা বাড়লেও দিঘার সী হক গোলাঘাট সৈকতে নেই শৌচালয় ও চেঞ্জিং রুম। এই অভাবে সমস্যায় পর্যটকরা। দিঘার পর্যটন শিল্প রক্ষায় অবকাঠামো উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
advertisement
advertisement
কিন্তু আনন্দঘন এই পরিবেশের মধ্যেও থেকে যাচ্ছে এক গুরুতর সমস্যা, যা পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে প্রতিদিন। সী হক গোলাঘাট সী বিচে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেউয়ের টানে ভেসে থাকার আনন্দ উপভোগ করতে সমুদ্রতটে ভিড় বাড়ছে ক্রমশ। কাদামুক্ত জলের স্বচ্ছতা এবং শান্ত পরিবেশ অনেককেই স্নানের জন্য আকৃষ্ট করছে।
advertisement
advertisement
বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে আসেন শুধুমাত্র কয়েক ঘণ্টার জন্য, তাঁদের জন্য এই সমস্যা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে। পরিবার নিয়ে আসা পর্যটকেরাও সমস্যায় পড়ছেন বেশি। শিশু ও মহিলাদের ক্ষেত্রে শৌচালয় ও চেঞ্জিং রুম না থাকাটা ভোগান্তির কারণ হয়ে উঠছে। অনেক সময় পরিবার-সহ পর্যটকদের পরিকল্পিত সময় কাটান অসম্ভব হয়ে যাচ্ছে এই অভাবের কারণে। দিঘার অন্যান্য সৈকতে যেখানে ন্যূনতম পরিকাঠামো তৈরি হয়েছে, সেখানে সী হক গোলাঘাটে কোনও উদ্যোগ দেখা যায়নি।
advertisement
অথচ এই সৈকতের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। পর্যটকের সংখ্যা ক্রমবর্ধমান হওয়া সত্ত্বেও প্রাথমিক পরিকাঠামোর অভাব এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতির কারণে পর্যটকেরা নির্ভয় হয়ে সময় কাটাতে পারছেন না, যা ধীরে ধীরে তাঁদের আকর্ষণ কমিয়ে দিতে পারে এই সৈকতের প্রতি। প্রকৃতির দানকে কাজে লাগিয়ে দিঘাকে পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতে হলে এই ধরনের মৌলিক সমস্যা সমাধান জরুরি।
advertisement
সী হক গোলাঘাট সী বীচ ইতিমধ্যেই দেশি-বিদেশি পর্যটকদের নজর কেড়েছে। এখন প্রয়োজন সরকারি বা বেসরকারি উদ্যোগে শৌচালয় ও চেঞ্জিং রুমের মত প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলা। না হলে আজ যে সৈকত ফরেনার্স বীচ নামে জনপ্রিয় হয়েছে, আগামী দিনে সেটি পর্যটক হারিয়ে ফেলতে পারে, যা এক বিশাল ক্ষতির কারণ হবে দিঘার পর্যটন শিল্পের জন্য। (তথ্য-মদন মাইতি)
