Digha Jagannath Temple: দিঘা পৌঁছেই মন্দির দেখতে ছুটবেন না যেন...! দিনের ঠিক 'এই' সময় জগন্নাথ মন্দিরে ভুলেও যাবেন না, ভয় ধরে যাবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple: প্রতিদিন সকাল ছ'টায় মন্দিরের দরজা খুলে ভক্তদের জন্য। দুপুর একটা থেকে বিকেল তিন'টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তিন'টে থেকে রাত ন'টা পর্যন্ত মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। বিশেষ বিশেষ তিথিতে রাত্রি বারো'টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
advertisement
*প্রতিদিন বহু ভক্ত সমাগম হচ্ছে দিঘা জগন্নাথ মন্দিরের সন্ধেবেলায়। প্রতিদিন সকাল ছ'টায় মন্দিরের দরজা খুলে ভক্তদের জন্য। দুপুর একটা থেকে বিকেল তিন'টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তিন'টে থেকে রাত ন'টা পর্যন্ত মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। বিশেষ বিশেষ তিথিতে রাত্রি বারো'টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্তের সমাগম লেগে থাকে মন্দিরে। তবে মন্দিরে সব থেকে বেশি ভক্ত দেখা যায় বিকেলের পর থেকে।
advertisement
*সকাল থেকে মন্দির খোলা থাকলেও, বিকেলের পর থেকে মন্দির চত্বরে ভিড় ক্রমশ বাড়তে থাকে। প্রতিদিন সন্ধ্যার পর দিঘা জগন্নাথ মন্দির পর্যটকের ঠাসা। তার অন্যতম কারণ, সন্ধের পর দিঘা জগন্নাথ মন্দিরকে আরও অপরূপ লাগে। বর্ণালী আলোকে উদ্ভাসিত হয় জগন্নাথ মন্দির। আর সেই রূপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পর্যটকেরা।
advertisement
*দিঘা জগন্নাথ মন্দির সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় দিঘা জগন্নাথ মন্দিরের মায়াবী আলোয় উদ্ভাসিত জগন্নাথ মন্দির দেখতে পর্যটকেরা ভিড় করে। দিনের বেলা জগন্নাথ মন্দির যতটা সুন্দর, সন্ধ্যের পর থেকে আলোয় উদ্ভাসিত হয়ে মন্দিরের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। ফলে ভক্তরা প্রতিদিন সন্ধ্যা ছ'টার পর থেকে রাত্রি ন'টা পর্যন্ত ভিড় করে।
advertisement
*দিঘায় জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস জানান, "মন্দির খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকের ভিড় লেগে যায় মন্দিরে। সকাল থেকেই ভিড় থাকলেও, সন্ধের পর ভিড়ের মাত্রা বেশি হয়। কারণ দিঘা জগন্নাথ মন্দির জুড়ে বর্ণালী আলোকে আরও সুন্দর লাগে মন্দির। মন্দির চত্বরে থাকা পদ্মপুকুর, বাতিস্তম্ভ, অরুনস্তম্ভ পর্যটকদের আকর্ষিত করে।'
advertisement