আপনিও কি RBI-এর গোল্ড বন্ডে বিনিয়োগ করেছেন ? ৩ হাজার টাকা আজ ১৩ হাজার টাকা হয়েছে ...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মাত্র ৩ হাজার টাকার স্বর্ণ বন্ড এখন প্রায় ১৩ হাজার টাকায় পৌঁছেছে। সোনার দাম বৃদ্ধির সঙ্গে ২.৫% সুদ মিলিয়ে SGB হয়েছে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য অন্যতম লাভজনক স্কিম।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সরকারী স্বর্ণ বন্ড (এসজিবি) প্রকল্পের দুটি সিরিজের অধীনে করা বিনিয়োগ ভাঙানোর জন্য প্রতি ইউনিটের মূল্য ১২,৮০১ টাকা ঘোষণা করেছে। আরবিআই জানিয়েছে, এই গোল্ড বন্ডে যারা বিনিয়োগ করেছিলেন, তাদেরকে আজকের নির্ধারিত দামের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। পাশাপাশি, গোল্ড বন্ড বিনিয়োগকারীরা ২.৫ শতাংশ সুদও পাবেন। আরবিআই জানিয়েছে যে এই বন্ডগুলোর মেয়াদ পূর্ণ হয়েছে এবং বিনিয়োগকারীরা চাইলে এখন তাদের অর্থ তুলে নিতে পারবেন।
advertisement
সরকারি বিবৃতি অনুযায়ী, এসজিবি ২০১৭-১৮ ক্যাটেগরি-১১(জারি হওয়ার তারিখ ১১ ডিসেম্বর ২০১৭) এর ইউনিট হোল্ডাররা চূড়ান্ত মূল্য হিসেবে প্রতি ইউনিট ১২,৮০১ টাকা পাবেন। এই ইউনিট হোল্ডাররা এসজিবি কেনার সময় প্রতি ইউনিটে ২,৯৫৪ টাকা বিনিয়োগ করেছিলেন এবং বিনিয়োগের ওপর তারা বছরে ২.৫ শতাংশ হারে সুদও পেয়েছেন।এটির অর্থ হল—যারা ৩,০০০ টাকারও কম বিনিয়োগ করেছিলেন, তারা আজ সেই বন্ডের প্রায় ৪ গুণ মূল্য পাচ্ছেন। এর ওপর আলাদা করে ২.৫ শতাংশ বার্ষিক সুদও যুক্ত হবে।
advertisement
আরবিআই কেন এনেছিল গোল্ড বন্ডগত কয়েক মাসে সোনার দামে দ্রুত ঊর্ধ্বগতি হওয়ায় বিনিয়োগকারীরা যে ভাল রিটার্ন পেয়েছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।- আরবিআই ২০১৯-২০ সিরিজ-১ (রিডিম করার তারিখ ১১ ডিসেম্বর ২০২৫) এর জন্যও প্রতি ইউনিট ১২,৮০১ টাকার মূল্য ঘোষণা করেছে।আরবিআই জানিয়েছে, এই দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় সারাফা অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন লিমিটেড (IBJA) কর্তৃক প্রকাশিত ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার গত তিন কার্যদিবসের গড় মূল্যের ভিত্তিতে।
advertisement
গোল্ড বন্ড কী?গোল্ড বন্ড এক ধরনের সিকিউরিটি, যা ভারত সরকারের পক্ষ থেকে আরবিআই ইস্যু করে। এটি সোনার একটি ডিজিটাল রূপ। এখানে সোনা কেনার মতোই গ্রাম অনুযায়ী বিনিয়োগ করতে হয়, তবে এমনি সোনা রাখার মতো ঝামেলা থাকে না।আরবিআই এই প্রকল্পটি ২০১৫ সালে চালু করেছিল, যাতে ফিজিক্যাল সোনা কেনা কমিয়ে আমদানি হ্রাস করা যায়। এতে সোনার মূল্যবৃদ্ধির সুবিধা যেমন পাওয়া যায়, তেমনি বছরে ২.৫ শতাংশ হারে সুদও মেলে।
advertisement
advertisement





