পর্যটন কেন্দ্র দিঘার সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি! বৃহস্পতিবার থেকে দিঘায় চলবে না ঘোড়া (horse riding on Digha sea beach banned) । ঘোড়া চালানোর ওপর নিষেধাজ্ঞা জারির কথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানিয়েও দেওয়া হয়েছে। প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ দিঘার ঘোড়া ব্যবসায়ীদের। বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন দিঘার ঘোড়াচালকরা। বিকল্প ব্যবস্থা না করে দিঘায় ঘোড়া চালানো বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়ে আজ বিক্ষোভ দেখান দিঘার ঘোড়াচালকরা (Horse riding on Digha sea beach) ।
অন্যদিকে, প্রশাসনের দাবি, সৈকত-সহ বিভিন্ন অংশে ঘোড়া চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিঘার সৌন্দর্য। ঘোড়ার ক্ষুরে ভাঙছে সৈকতের পাকা কনস্ট্রাকশন। ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের বালিয়াড়ি। ঘোড়া চলাচল এবং বসবাস থেকে নোংরা আবর্জনায় ভরে উঠছে গোটা দিঘাই। সমুদ্রসৈকত বাঁচাতে তাই এই সিদ্ধান্ত বলে পর্ষদ জানিয়েছে। যদিও পর্ষদের এই ঘোড়া বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় দিঘার ঘোড়া ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, দূষণ এবং বালিয়াড়ির ক্ষয় প্রতিরোধের লক্ষ্যেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও দিঘার পর্যটনের সঙ্গে ঘোড়ার সম্পর্ক বহু পুরনো। দিঘার সৈকতে পর্যটকদের ঘোড়া চড়ানোর ব্যবসা করে দিনযাপন করেন প্রায় আড়াইশো পরিবার। করোনার কারণে এই ব্যবসা বার বার ব্যাহত হচ্ছে। বর্তমানে বিধিনিষেধের গেরোয় কার্যত থমকেই রয়েছে সৈকত। যা বেশ বিপাকেই ফেলেছে ঘোড়া চড়ানোর কারবারিদের।