Bankura News: বিশ্ব মৃত্তিকা দিবসে বাঁকুড়ার এই মাটির কথা না জানলে ভুল হবে! লাল মাটির ম্যাজিক্যাল গুণ জেনে নিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়ার মাটি অনুর্বর হলেও দারুণ একটি কাজ করে আসছে বছরের পর বছর ধরে, জেনে নিন।
advertisement
advertisement
বাঁকুড়া বীজ তৈরীর একটি হাব হওয়ার পথে অগ্রসর হয়েছে। বাঁকুড়ার বীজ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া এছাড়া রাজ্যের বাইরে আসাম, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং বিহার। ফোর স্টেপ পদ্ধতিতে তৈরি করা হয় বীজ। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
বাঁকুড়া কেন একটি সিড হাব। বাঁকুড়ার আবহাওয়া চরমভাবাপন্ন। একটি বীজ অঙ্কুরিত হতে যথেষ্ট বেগ পেতে হয়। সে কারণে বাঁকুড়ার বীজ যখন উপযুক্ত আবহাওয়া পায় তখন তরতর করে বেড়ে ওঠে। বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে একাধিক বীজ উৎপাদনের ইউনিট। যে সকল সার্টিফাইড এবং টিএল বীজ রয়েছে সেগুলি আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং অঙ্কুরোদগমের পরীক্ষার মধ্যে দিয়ে পাস করলে তবেই রপ্তানি করা হয়।
advertisement
advertisement
