বাহারি মোমবাতি, হাতে তৈরি পারফিউম, গয়নার বিরাট সম্ভার 'এই' মেলায়! পুজোর আগে না গেলে চরম মিস
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Swayamsiddha Mela: পারফিউম তো এতদিন দোকানে বা অনলাইনে কিনেছেন। তবে হাতের তৈরি সুগন্ধি কোনওদিন কিনেছেন? এখানে এলে পাবেন সেই জিনিস।
<strong>পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা:</strong> মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলতে আয়োজন করা হয়েছে স্বয়ংসিদ্ধা শিল্প মেলা। এখানে আসানসোলের মহিলাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মেলা শুরু হয়েছে ৩০ অগাস্ট থেকে যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মেলাটি বসেছে আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে।
advertisement
সামনেই দুর্গাপুজো। দুর্গাপুজোতে অনেকেই শাড়ি এবং চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে গহনা ও দুল পরতে ভালবাসেন। তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এই মেলাতেই পেয়ে যাবেন হাতের তৈরি বিভিন্ন গহনা ও কানের দুলের সম্ভার। যেমন মডিউল ক্লে, ফেব্রিক জুয়েলারি, কেমিক্যাল জুয়েলারি, থ্রেট বেঙ্গল সুতো দিয়ে তৈরি জুয়েলারি, জুট দিয়ে তৈরি জুয়েলারি। এছাড়াও পেয়ে যাবেন কাপড়ের উপরে তৈরি বেশকিছু গহনা। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
বাড়ি সাজাতে আমরা সবাই ভালবাসি। তার সঙ্গে বাড়িতে ছোট করে হলেও আমাদের বাগান তৈরি করতে ভাললাগে। জায়গার অভাবে বাড়ির ছাদে হোক বা বাড়ির বারান্দায় ছোট ছোট চারা গাছ লাগিয়েও বাগান তৈরির পরিকল্পনা নিয়ে থাকেন অনেকে। এবার আপনি বাড়িকেও সাজিয়ে তুলতে পারবেন বাহারি গাছ ও ফুলের গাছ দিয়ে। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
আমরা মোমবাতি জ্বালাতে অনেকে ভালবাসি। তবে সেই মোমবাতি যদি হয় একটু নিত্যনতুন ধরনের তাহলে বিষয়টা বেশ ভালই হয়। এখানে আপনি চকলেট থেকে শুরু করে আইসক্রিম, মালাই কুলফি, বিভিন্ন পুতুল, বাহারি মিষ্টি, সন্দেশের আদলে পেয়ে যাবেন মোমবাতি। তাই সেইগুলি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালালে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠবে ঘরের মধ্যে। (ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
advertisement







