Artist: তুলি মুখে নিয়ে এ কী করে ফেললেন শিল্পী? বাঁকুড়ায় 'বাঁধনহারা' শিল্পে অবাক বাংলা!

Last Updated:
Artist: কেউ আছেন মুখ দিয়ে আঁকেন, আবার কেউ তৈরি করছেন অতিকায় আদি যোগী। মাইক্রো আর্টও রয়েছে।
1/6
শিল্পের কোনও বাঁধন নেই। শিল্পী চোখে যেটাই সুন্দর সেটাই শিল্প। তেমনই বেশ কিছু মৌলিক শিল্পী রয়েছেন বাঁকুড়ায়। যাঁরা করছেন মৌলিক শিল্পচর্চা।
শিল্পের কোনও বাঁধন নেই। শিল্পী চোখে যেটাই সুন্দর সেটাই শিল্প। তেমনই বেশ কিছু মৌলিক শিল্পী রয়েছেন বাঁকুড়ায়। যাঁরা করছেন মৌলিক শিল্পচর্চা।
advertisement
2/6
বাঁকুড়া শহরের চিত্রশিল্পী অমিত অমিতায়ু দাস মুখে করে আঁকতে পারেন ছবি। মাত্র ৫ মিনিটে এঁকেছেন রবীন্দ্রনাথকে। দুই হাত ব্যবহার না করে মুখে করে তুলি ধরে ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাঁর চিন্তাভাবনা।
বাঁকুড়া শহরের চিত্রশিল্পী অমিত অমিতায়ু দাস মুখে করে আঁকতে পারেন ছবি। মাত্র ৫ মিনিটে এঁকেছেন রবীন্দ্রনাথকে। দুই হাত ব্যবহার না করে মুখে করে তুলি ধরে ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাঁর চিন্তাভাবনা।
advertisement
3/6
মুখের মধ্যে তুলি ধরে এঁকেছেন তার মা'কেও। শিল্পী অমিতায়ু জানান,
মুখের মধ্যে তুলি ধরে এঁকেছেন তার মা'কেও। শিল্পী অমিতায়ু জানান,
advertisement
4/6
বাঁকুড়ার যুব শিল্পী সোহম কুমার মণ্ডল, যে কোনও পূজা পার্বণের দিন তৈরি করেন ঠাকুরের অতিকায় মূর্তি। অর্ডার নিয়ে কাজ করেন প্যান্ডেলেও। শোলা থেকে শুরু করে, কাঠ,মাটি, পাতা সব কিছু দিয়েই শিল্পচর্চা করেন তিনি।
বাঁকুড়ার যুব শিল্পী সোহম কুমার মণ্ডল, যে কোনও পূজা পার্বণের দিন তৈরি করেন ঠাকুরের অতিকায় মূর্তি। অর্ডার নিয়ে কাজ করেন প্যান্ডেলেও। শোলা থেকে শুরু করে, কাঠ,মাটি, পাতা সব কিছু দিয়েই শিল্পচর্চা করেন তিনি।
advertisement
5/6
বাঁকুড়ার গৃহবধূ তৈরি করেন মাইক্রো আর্ট। চালের উপর শিল্পচর্চার থেকে শুরু করে পেরেকের মাথা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের উপর তিনি করতে পারেন শিল্পচর্চা।
বাঁকুড়ার গৃহবধূ তৈরি করেন মাইক্রো আর্ট। চালের উপর শিল্পচর্চার থেকে শুরু করে পেরেকের মাথা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের উপর তিনি করতে পারেন শিল্পচর্চা।
advertisement
6/6
আর অর্পিতা সরকার বলেন,
আর অর্পিতা সরকার বলেন,
advertisement
advertisement
advertisement