Anubrata Mondal 'ছাগলের তিন নম্বর বাচ্চা একটু বেশিই লাফায়!' সিউড়ির মঞ্চে কাকে বললেন অনুব্রত মণ্ডল?

Last Updated:
Anubrata Mondal: এই মন্তব্যের পরেই সভায় উপস্থিতদের মুখে নীরব হাসি। কার উদ্দেশ্যে অনুব্রত এই মন্তব্য করলেন, তা প্রকাশ্যে কেউ না বললেও ইঙ্গিতটা যেন পরিষ্কার ছিল। দলের গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব ও নেতৃত্বের টানাপোড়েনের প্রেক্ষিতে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
1/6
সুদীপ্ত গড়াই, সিউড়ি, বীরভূম: সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী সভার মঞ্চে উঠে ফের নিজের চেনা ভঙ্গিতেই বক্তব্য রাখেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভা মূলত দলীয় ঐক্য ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত হয়েছিল।
সুদীপ্ত গড়াই, সিউড়ি, বীরভূম: সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী সভার মঞ্চে উঠে ফের নিজের চেনা ভঙ্গিতেই বক্তব্য রাখেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। 
advertisement
2/6
দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভা মূলত দলীয় ঐক্য ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত হয়েছিল।
দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভা মূলত দলীয় ঐক্য ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত হয়েছিল।
advertisement
3/6
সভার শুরুতেই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এবং সহ সভাপতি মলয় মুখার্জির বক্তব্য ঘিরে প্রশ্ন ওঠে। তাঁরা বলেন,
সভার শুরুতেই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এবং সহ সভাপতি মলয় মুখার্জির বক্তব্য ঘিরে প্রশ্ন ওঠে। তাঁরা বলেন, "তৃণমূলের শত্রু তৃণমূলই।" সংবাদমাধ্যমের তরফে যখন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, অনুব্রত মণ্ডল সোজাসাপ্টা বলেন,"খুব দামি কথা বলেছে। তৃণমূলের শত্রু বিজেপি নয়, কংগ্রেস নয়, সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূলই। এটা অন্যায় বলেনি।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/6
অনুব্রত মণ্ডলের মুখে শোনা যায় তাঁর স্বভাবসিদ্ধ রসিকতা। তিনি বলেন,
অনুব্রত মণ্ডলের মুখে শোনা যায় তাঁর স্বভাবসিদ্ধ রসিকতা। তিনি বলেন, "তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে। একটা ছাগল নিচে থাকে। আর তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায়, ট্রাঙ্ক ট্রাঙ্ক ট্রাঙ্ক ট্রাঙ্ক। তার কিন্তু চেহারাটা ফিটফরাই (দুর্বল) থাকে। দু’টো ছাগলের বাচ্চা দুধ খায়, আর এই তৃতীয়টা শুধু লাফায়!"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/6
এই মন্তব্যের পরেই সভায় উপস্থিতদের মুখে নীরব হাসি। কার উদ্দেশ্যে অনুব্রত এই মন্তব্য করলেন, তা প্রকাশ্যে কেউ না বললেও ইঙ্গিতটা যেন পরিষ্কার ছিল। দলের গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব ও নেতৃত্বের টানাপোড়েনের প্রেক্ষিতে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এই মন্তব্যের পরেই সভায় উপস্থিতদের মুখে নীরব হাসি। কার উদ্দেশ্যে অনুব্রত এই মন্তব্য করলেন, তা প্রকাশ্যে কেউ না বললেও ইঙ্গিতটা যেন পরিষ্কার ছিল। দলের গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব ও নেতৃত্বের টানাপোড়েনের প্রেক্ষিতে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
6/6
সভা শেষে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা ‘ছাগলের বাচ্চা’ উপমায় আসলে কাকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল? কেউ বলছেন এটি দলের একাংশের প্রতি সরাসরি বার্তা, আবার কেউ বলছেন, এটি তাঁর কৌতুকের মাধ্যমে দেওয়া সতর্ক সংকেত। যা-ই হোক, অনুব্রতের এই মন্তব্যে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বীরভূম জেলা তৃণমূলের অন্দর রাজনীতি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সভা শেষে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা ‘ছাগলের বাচ্চা’ উপমায় আসলে কাকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল? কেউ বলছেন এটি দলের একাংশের প্রতি সরাসরি বার্তা, আবার কেউ বলছেন, এটি তাঁর কৌতুকের মাধ্যমে দেওয়া সতর্ক সংকেত। যা-ই হোক, অনুব্রতের এই মন্তব্যে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বীরভূম জেলা তৃণমূলের অন্দর রাজনীতি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement