Worlds Tallest Man: তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বন্ধ করেন দোতলার ঘরের জানলা, চিনে নিন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটিকে

Last Updated:
তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বন্ধ করেন দোতলার ঘরের জানলা। তাঁর জামা এতটাই বড় যে সাধারণ মানুষ দু'জন ঢুকে যাবেন। তাঁর হাত-পায়ের পাতা এতটাই বড় যে অর্ডার দিয়ে বানাতে হয় বিশেষ জুতো
1/9
তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বন্ধ করেন দোতলার ঘরের জানলা। তাঁর জামা এতটাই বড় যে সাধারণ মানুষ দু'জন ঢুকে যাবেন। তাঁর হাত-পায়ের পাতা এতটাই বড় যে অর্ডার দিয়ে বানাতে হয় বিশেষ জুতো। তিনি সাধারণ গাড়িতে যাতায়াত করতে পারেন না, ট্রেনে-বাসে চাপতে পারেন না, এতটাই লম্বা যে সাধারণ উচ্চতার দরজা দিয়ে ঘরে ঢুকতেও পারেন না। তিনি সুলতান কোসেন। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।Image: News18
তিনি বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বন্ধ করেন দোতলার ঘরের জানলা। তাঁর জামা এতটাই বড় যে সাধারণ মানুষ দু'জন ঢুকে যাবেন। তাঁর হাত-পায়ের পাতা এতটাই বড় যে অর্ডার দিয়ে বানাতে হয় বিশেষ জুতো। তিনি সাধারণ গাড়িতে যাতায়াত করতে পারেন না, ট্রেনে-বাসে চাপতে পারেন না, এতটাই লম্বা যে সাধারণ উচ্চতার দরজা দিয়ে ঘরে ঢুকতেও পারেন না। তিনি সুলতান কোসেন। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।
Image: News18
advertisement
2/9
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।Image: News18
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৩৯-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
Image: News18
advertisement
3/9
সুলতান বিশ্বরেকর্ডের অধিকারি হলেও তাঁর বিরম্বনার শেষ নেই। সাধারণ বাস-গাড়িতে যাতায়াত করতে পারেন না। কার-ও বাড়ি যেতে পারেন না। কারণ, সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না।Image: News18
সুলতান বিশ্বরেকর্ডের অধিকারি হলেও তাঁর বিরম্বনার শেষ নেই। সাধারণ বাস-গাড়িতে যাতায়াত করতে পারেন না। কার-ও বাড়ি যেতে পারেন না। কারণ, সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না।
Image: News18
advertisement
4/9
সাধারণ জামা-কাপড়-জুতো সুলতানের শরীরে আঁটে না। বিমানে যাতায়াত করতে গেলে তাঁকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট।Image: News18
সাধারণ জামা-কাপড়-জুতো সুলতানের শরীরে আঁটে না। বিমানে যাতায়াত করতে গেলে তাঁকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট।
Image: News18
advertisement
5/9
কোনও সংস্থা তাঁকে চাকরিও দিতে চাইছিল না। পরিবারের সঙ্গে গাড়িতে চড়ে কোথাও যেতেও পারতেন না। পরিবারের সদস্যেরা ঘুরতে গেলে তাঁকে বাড়িতেই রেখে দিয়ে যেতেন।Image: News18
কোনও সংস্থা তাঁকে চাকরিও দিতে চাইছিল না। পরিবারের সঙ্গে গাড়িতে চড়ে কোথাও যেতেও পারতেন না। পরিবারের সদস্যেরা ঘুরতে গেলে তাঁকে বাড়িতেই রেখে দিয়ে যেতেন।
Image: News18
advertisement
6/9
১৯৮২ সালে সুলতানের জন্ম। কী কারণে তিনি এতটা লম্বা? জানা যায়, তাঁর মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি। ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।Image: News18
১৯৮২ সালে সুলতানের জন্ম। কী কারণে তিনি এতটা লম্বা? জানা যায়, তাঁর মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি। ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।
Image: News18
advertisement
7/9
২০১০ সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিক্যাল স্কুলে চিকিৎসা শুরু হয় তাঁর। টানা দু’বছর চিকিৎসার পর তাঁর গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু তত দিনে তাঁর উচ্চতা হয়ে গিয়েছে ৮ ফুট ১ ইঞ্চি।
Image: News18

২০১০ সালে ভার্জিনিয়া ইউনিভার্সিটির মেডিক্যাল স্কুলে চিকিৎসা শুরু হয় তাঁর। টানা দু’বছর চিকিৎসার পর তাঁর গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু তত দিনে তাঁর উচ্চতা হয়ে গিয়েছে ৮ ফুট ১ ইঞ্চি।
Image: News18
advertisement
8/9
সুলতানের জীবনে কষ্ট-ও কিন্তু কম নয়! এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তাঁর সঙ্গে বন্ধুত্ব করত না। খাটে ঘুমোলে পা বাইরে ঝুলে থাকত। ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না, কারণ তিনি কোন-ও গাড়িতেই আঁটতেন না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর ১২৮টা দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই।Image: News18
সুলতানের জীবনে কষ্ট-ও কিন্তু কম নয়! এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তাঁর সঙ্গে বন্ধুত্ব করত না। খাটে ঘুমোলে পা বাইরে ঝুলে থাকত। ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না, কারণ তিনি কোন-ও গাড়িতেই আঁটতেন না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর ১২৮টা দেশ ঘুরে ফেলেছেন ইতিমধ্যেই।
Image: News18
advertisement
9/9
জীবনসঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে। উচ্চতার জন্য কেউ তাঁকে বিয়ে করতে চাইতেন না। শেষমেশ যিনি সুলতানকে স্বামী হিসাবে বাছলেন, তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন। তুর্কি ভাষা না বোঝেন, না বলেন। ২০১৩ সালে সুলতান তাঁর থেকে ১০ বছরের ছোট মার্ভে দিবোকে বিয়ে করেন এবং এর এক বছর পর উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি।Image: News18
জীবনসঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি সুলতানকে। উচ্চতার জন্য কেউ তাঁকে বিয়ে করতে চাইতেন না। শেষমেশ যিনি সুলতানকে স্বামী হিসাবে বাছলেন, তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন। তুর্কি ভাষা না বোঝেন, না বলেন। ২০১৩ সালে সুলতান তাঁর থেকে ১০ বছরের ছোট মার্ভে দিবোকে বিয়ে করেন এবং এর এক বছর পর উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি।
Image: News18
advertisement
advertisement
advertisement