Heavy Rainfall: রাতভর বৃষ্টিতে মণ্ডপের সামনে জল, উদ্বোধনী স্টেজ-ও জলের তলায়, পুজো উদ্যোক্তাদের কপালে ভাজ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাজ! 'বারুইপুর ভাই ভাই সঙ্গ'-এর পুজো এবার ৫৬ তম বর্ষে পড়েছে। মঙ্গলবার দুর্গা পূজা ভার্চুয়ালি উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই রাতভর বৃষ্টিতে মণ্ডপের সামনে জল জমে বিপত্তি! উদ্বোধনী স্টেজ-ও জলের তলায়।
কলকাতা: বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাজ! ‘বারুইপুর ভাই ভাই সঙ্গ’-এর পুজো এবার ৫৬ তম বর্ষে পড়েছে। মঙ্গলবার দুর্গা পূজা ভার্চুয়ালি উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই রাতভর বৃষ্টিতে মণ্ডপের সামনে জল জমে বিপত্তি! উদ্বোধনী স্টেজ-ও জলের তলায়।
advertisement
কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে সকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। এদিকে কলকাতায় এখনও পর্যন্ত ৪ জায়গায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট চার জনের। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।
advertisement
লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ না-হওয়ায় আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:24 AM IST