লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন? জানেন এর পৌরাণিক গুরুত্ব
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। রূপের সঙ্গেও তাঁর তুলনা করা হয়। কিন্তু তাঁর বাহন কি না প্যাঁচা?
advertisement
• কথিত আছে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র শ্রীহীন হয় এবং এর ফলে সমুদ্রে বসবাস করতে শুরু করেন। দেবী লক্ষ্মী পরে অন্যান্য দেবতাদের আরাধনায় সমুদ্র মন্থনের সময় উত্থিত হন তিনি এবং বিষ্ণুর বাহুলগ্না হন। কিন্তু চঞ্চলা দেবী কোন বাহন কে স্থায়ীভাবে নিজের দখলে রাখতে পারেননি। কুমার গুপ্তর মুদ্রায় লক্ষ্মীর পাশে দেখা যায় ময়ূরকে আবার শশাঙ্ক মুদ্রায় লোকের পাশে হয় নেপালে লক্ষ্মীর বাহন কচ্ছপ কিন্তু বাঙালির পৌরাণিক মতে হাঁস নিয়েছেন সরস্বতী ময়ূরের বাহন কার্তিক তাই বলা হয় বাধ্য হয়ে প্যাঁচাকে বাহন করেছেন লক্ষী।
advertisement
advertisement
• লক্ষ্মী গুণ অর্থাৎ সত্য প্রেম পবিত্রতা তপস্যা তিতিক্ষা পেতে চান তাকে পেচক ধর্ম পালন করতে হবে অর্থাৎ জাগতিক বস্তু থেকে একটু দূরে থেকে নির্জনে যোগৈশ্বর্য ও সাধন সম্পদ রক্ষা করতে হয় প্যাঁচা যদি দিনের বেলায় বের হয় অন্যান্য পাখিরা তাকে তাড়া করে অতি গোপনে প্যাঁচা বাস করে। সেরকমই পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয় ব্যক্তি দৈব সম্পদ নষ্ট করে। এসব কারনে প্যাঁচাকে লক্ষীর বাহন হিসেবে রেখে দিয়েছেন।