Fuel Tank Filling Tips: গাড়িতে ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরেন? অপেক্ষা করছে বিরাট বিপদ, সতর্ক করেছে খোদ সরকার

Last Updated:
Why Do not Fill Fuel Tank completely: বাইক হোক বা চারচাকা, গাড়িতে তেল ভরার সময়ে অনেকে অনেক রকম পদ্ধতি মানেন। কেউ নির্দিষ্ট অঙ্কের তেল ভরেন, কেউ পরিমাণ ধরে তেল ভরেন, কেউ আবার ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরেন। কিন্তু জানেন কি এর মধ্যে কী ভাবে তেল ভরা সবচেয়ে ভাল?
1/5
বাইক হোক বা চারচাকা, গাড়িতে তেল ভরার সময়ে অনেকে অনেক রকম পদ্ধতি মানেন। কেউ নির্দিষ্ট অঙ্কের তেল ভরেন, কেউ পরিমাণ ধরে তেল ভরেন, কেউ আবার ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরেন। প্রতীকী ছবি।
বাইক হোক বা চারচাকা, গাড়িতে তেল ভরার সময়ে অনেকে অনেক রকম পদ্ধতি মানেন। কেউ নির্দিষ্ট অঙ্কের তেল ভরেন, কেউ পরিমাণ ধরে তেল ভরেন, কেউ আবার ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরেন। প্রতীকী ছবি।
advertisement
2/5
কিন্তু জানেন কি এর মধ্যে কী ভাবে তেল ভরা সবচেয়ে ভাল? গত বছর ৬ মার্চ একটি সার্কুলার জারি করে কেন্দ্র, যেখানে উপদেশ দেওয়া হয় যে যারা গাড়ির তেল ভরতে যাবেন, তাঁরা যেন তেলের ট্যাঙ্ক ভর্তি না করেন। প্রতীকী ছবি।
কিন্তু জানেন কি এর মধ্যে কী ভাবে তেল ভরা সবচেয়ে ভাল?গত বছর ৬ মার্চ একটি সার্কুলার জারি করে কেন্দ্র, যেখানে উপদেশ দেওয়া হয় যে যারা গাড়ির তেল ভরতে যাবেন, তাঁরা যেন তেলের ট্যাঙ্ক ভর্তি না করেন। প্রতীকী ছবি।
advertisement
3/5
পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের তরফে একবার জানানো হয় যে গাড়ির ট্যাঙ্কগুলিতে যে জ্বালানি ধারণ ক্ষমতা দেওয়া থাকে তা বাস্তবের থেকে ১৫ থেকে ২০ শতাংশ কম। প্রতীকী ছবি।
পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের তরফে একবার জানানো হয় যে গাড়ির ট্যাঙ্কগুলিতে যে জ্বালানি ধারণ ক্ষমতা দেওয়া থাকে তা বাস্তবের থেকে ১৫ থেকে ২০ শতাংশ কম। প্রতীকী ছবি।
advertisement
4/5
অর্থাৎ যদি ট্যাঙ্কে বাস্তবে ১০ লিটার ধরে, লেখা থাকে ৮ থেকে ৯ লিটার। এর পিছনে একাধিক নিরাপত্তাজনিত কারণ থাকে। পেট্রলের উপরে শূন্যস্থান প্রয়োজন হয়, না হলে ইঞ্জিনের ক্ষমতা কমে যায়। প্রতীকী ছবি।
অর্থাৎ যদি ট্যাঙ্কে বাস্তবে ১০ লিটার ধরে, লেখা থাকে ৮ থেকে ৯ লিটার। এর পিছনে একাধিক নিরাপত্তাজনিত কারণ থাকে। পেট্রলের উপরে শূন্যস্থান প্রয়োজন হয়, না হলে ইঞ্জিনের ক্ষমতা কমে যায়। প্রতীকী ছবি।
advertisement
5/5
সেই সঙ্গে যদি সম্পূর্ণ ভর্তি করে তেল ভরা হয়, এবং তারপরে গাড়িটি উঁচু-নিচু জায়গায় দাঁড় করানো হয় তা হলে তেল উপচে পড়তে পারে। সেই সঙ্গে তেল যেহেতু অতিদাহ্য পদার্থ তাই উপচে পড়া তেল থেকে দুর্ঘটনা ঘটতে পারে। প্রতীকী ছবি।
সেই সঙ্গে যদি সম্পূর্ণ ভর্তি করে তেল ভরা হয়, এবং তারপরে গাড়িটি উঁচু-নিচু জায়গায় দাঁড় করানো হয় তা হলে তেল উপচে পড়তে পারে। সেই সঙ্গে তেল যেহেতু অতিদাহ্য পদার্থ তাই উপচে পড়া তেল থেকে দুর্ঘটনা ঘটতে পারে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement