কোথায় যে কখন কী ঘটে যায়, তার হিসেব মেলানো ভারি মুশকিল! পৃথিবী মানেই বিস্ময়কর বিষয়! আর মানুষ এবং মানুষের কাজ আরও বড় বিস্ময়! তবে এবার চমকে দিয়েছে মাস্ক পরিবার। বিস্ময়ের চোখে সকলে তাকিয়ে মাস্ক পরিবারের দিকে। কারণ ফের বাবা হয়েছেন মাস্ক! না এলন মাস্ক নন! বাবা হয়েছেন এলন মাস্কের বাবা এরল মাস্ক! বয়স ৭৬ বছর। তবে এ আর এমন কী অবাক কাণ্ড! এতো অনেক শোনা যায়। না, ৭৬ বছর বয়সে বাবা হওয়াটা তাজ্জব ঘটনা নয়! আসলে এরল মাস্কের এই সন্তানের মা এরলের মেয়ে! সেই মেয়ে ৪১ বছরের ছোট তাঁর থেকে। সৎ মেয়ে। photo source collected
এরল এই প্রসঙ্গে জানান, তাঁরা পরিকল্পনা করে দ্বিতীয় সন্তানের জন্ম দেননি। তিনি আরও বলেন বেজুইডেনহাউটের সঙ্গে তাদের প্রথম সন্তানের জন্মের পরে প্রায় ১৮ মাস তাঁরা একসঙ্গে ছিলেন। এরপরে তাঁরা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি তাঁদের ভালবাসা রয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও বেজুইডেনহাউটের সঙ্গে এরলের সম্পর্ক মেনে নেননি কেউই! কারণ সৎ হলেও বেজুইডেনহাউট এলন মাস্কের বোন। এই কারণেই বিষয়টা মেনে নেননি কেউ-ই! photo source collected