#লন্ডন: নেশার ঘোরে মানুষ কত কিছুই না করে ফেলে এমন এমন ঘটনা ঘটে যে তা মুহূর্তেই ভাইরাল নিউজ (Viral News) হয়ে যায়৷ চমকে চমকে ওঠে মানুষজন এমন সব কাণ্ড শুনে৷ কেউ কেউ মারপিট করে, কেউ নাচ করতে শুরু করে, কেউ পাগলের মতো হাসতে থাকে বা কাঁদতে থাকে৷ কিন্তু ইংল্যান্ডের এক মহিলা এমন কাজ করে ফেললেন যার জন্য তার খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল৷ তিনি নেশার ঘোরে এমন মারাত্মক কাজ করে ফেললেন যে হুঁশে ফেরার পর তিনি আফশোস করা থেকে থামতে পারেননি৷ মহিলা নেশার ঘোরে নিজের নিতম্বে এক অপরিচিত মানুষের নাম ট্যাটু (woman got strangers name tattooed on hip) করিয়ে নেন৷ Photo- Representative
হিয়ারফোর্ড , ইংল্যান্ডের বাসিন্দা ৩২ বছরের কায়লি উইলিয়ামস এখন ২ সন্তানের মা৷ কিন্তু এই মারাত্মক কাণ্ড তিনি ঘটিয়েছিলেন এর অনেক আগে৷ তখন নিজের তরুণ ব.য়সে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতেন ফিরতেন মস্তি করতেন৷ ২০১২ সাে কায়লি নিজের গার্ল গ্যাং -র সঙ্গে স্পেনের এক শহরে গিয়েছিলেন৷ সেখানে তিনি জমিয়ে পার্টি করেন , কিন্তু তাঁর এই পার্টি পরের দিনই তাঁর জন্য সাজায় পরিণত হয়৷ Photo Courtesy- (Kaylie Williams/News Dog Media)
আসলে মদের নেশায় চুর অবস্থায় পার্টি করে সে একটি পার্লারে যায় ট্যাটু করাতে৷ সেখানে কয়েকজন স্প্যানিশ পুরুষ ছিলেন৷ সেখানে সকলের সঙ্গে কথা বলছিলেন তিনি৷ সেখানে তাঁরা ওই মহিলাকে এক চ্যালেঞ্জ দেয়৷ তাঁকে বলা হয় তাঁর নিতম্বে সেই পুরুষের নাম ট্যাটু করাতে হবে৷ নেশার ঘোরে থাকা ওই মহিলা ওই নিতম্বে ট্যাটু করার (woman got strangers name tattooed on hip) শর্তে রাজি হয়ে যান৷ তিনি বলেন ওঁরা যদি তাঁকে টাকা দেয় তাহলে এই কাজ তিনি করাবেন৷ Photo- Representative
কেইলি নিজের নিতম্বে ড্যানিয়েল ফোর্ড তাঁর নাম ট্যাটু করিয়ে নেন৷ ১০ বছর হয়ে গেলেও তিনি আজও মনে করতে পারেননি কার নাম তিনি এই ভাবে ট্যাটু করিয়েছিলেন৷ তাঁর নাম , চেহারা কিছুই মনে নেই৷ তিনি এখন খুবই হতাশ কি করে একজন অজানা ব্যক্তির নাম এভাবে ট্যাটু করে নিজের নিতম্বে লিখিয়েছিলেন? তবে সারা শরীরে ট্যাটু থাকলেও এই ট্যাটু তার অন্যতম পছন্দের ট্যাটু৷ Photo- Representative